উত্তরা (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের পর থেকে সন্তানদের একা ছাড়তেও ভয় লাগে। কখন জানি কি হয়! কখন জানি বুকে গুলি লাগে! কখন জানি পুলিশ ধরে নিয়ে যায়!
উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে আজ শুক্রবার দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা এমন আশঙ্কার কথা জানান। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।
বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত করে তোলে উত্তরা ৬ নম্বর সেক্টর। তাঁদের হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড দেখা যায়। অনেক শিক্ষার্থীকে অসুস্থ শরীর নিয়েও মানববন্ধনে যোগ দিতে দেখা যায়।
এর আগে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই কলেজটির সামনে সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝোড়ো হতে শুরু করেন।
মানববন্ধনে আগত অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখন যুদ্ধতে পরিণত হয়েছে। তারা তাদের যৌক্তিক আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হলে আমাদের অনেক চিন্তা হয়। তাই তাদের একা ছাড়তে পারি না। পুলিশ কখন তাদের গ্রেপ্তার করে—এমন দুশ্চিন্তা শুধু মাথায় ঘুরপাক খায়।
অভিভাবক ইফতেখার জামান সাফিন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য ছেলে তাড়া দিচ্ছিল। পরে বৃষ্টিতে ভিজেই ছেলেকে নিয়ে এসেছি। এখানে আসার জন্য ঠিকমতো খাওয়া–দাওয়াও করেনি।’
তিনি বলেন, ‘একা ছাড়তেও ভয় লাগে। কখন কী হয়ে যায় বলা যায় না। দেশের পরিস্থিতি কখন ঠিক হয়, তার জন্য অপেক্ষা করছি।’
অপরদিকে শিক্ষার্থীরা বলেন, আমরা শুরু থেকে আমাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু পুলিশ আমাদের সহপাঠীদের ওপর ন্যক্কারজনক হামলা করে হতাহত করেছে। বেশ কিছু শিক্ষার্থীকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। অনেককে আবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এসব কিছুর জন্য আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মুনতাসির মামুন আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ যদিও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় তা পালন করা হয়। কিন্তু এই প্রথমবারের মতো কোনো কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করা হয়েছে। এখানে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া আমাদের শিক্ষার্থী তাসরিফ চৌধুরী স্বপ্ন তিনি এইচএসসি পরীক্ষার্থী। তাকেসহ অন্য শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানাই আমরা।
শিক্ষার্থীদের মানববন্ধন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজউক কলেজসহ উত্তরার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। উত্তরার আজমপুর, বিএনএস সেন্টারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের দেশীয় অস্ত্রসহ উপস্থিত থাকতে দেখা যায়।

কোটা সংস্কার আন্দোলনের পর থেকে সন্তানদের একা ছাড়তেও ভয় লাগে। কখন জানি কি হয়! কখন জানি বুকে গুলি লাগে! কখন জানি পুলিশ ধরে নিয়ে যায়!
উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে আজ শুক্রবার দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা এমন আশঙ্কার কথা জানান। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।
বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত করে তোলে উত্তরা ৬ নম্বর সেক্টর। তাঁদের হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড দেখা যায়। অনেক শিক্ষার্থীকে অসুস্থ শরীর নিয়েও মানববন্ধনে যোগ দিতে দেখা যায়।
এর আগে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই কলেজটির সামনে সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝোড়ো হতে শুরু করেন।
মানববন্ধনে আগত অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখন যুদ্ধতে পরিণত হয়েছে। তারা তাদের যৌক্তিক আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হলে আমাদের অনেক চিন্তা হয়। তাই তাদের একা ছাড়তে পারি না। পুলিশ কখন তাদের গ্রেপ্তার করে—এমন দুশ্চিন্তা শুধু মাথায় ঘুরপাক খায়।
অভিভাবক ইফতেখার জামান সাফিন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য ছেলে তাড়া দিচ্ছিল। পরে বৃষ্টিতে ভিজেই ছেলেকে নিয়ে এসেছি। এখানে আসার জন্য ঠিকমতো খাওয়া–দাওয়াও করেনি।’
তিনি বলেন, ‘একা ছাড়তেও ভয় লাগে। কখন কী হয়ে যায় বলা যায় না। দেশের পরিস্থিতি কখন ঠিক হয়, তার জন্য অপেক্ষা করছি।’
অপরদিকে শিক্ষার্থীরা বলেন, আমরা শুরু থেকে আমাদের যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু পুলিশ আমাদের সহপাঠীদের ওপর ন্যক্কারজনক হামলা করে হতাহত করেছে। বেশ কিছু শিক্ষার্থীকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। অনেককে আবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এসব কিছুর জন্য আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মুনতাসির মামুন আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ যদিও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় তা পালন করা হয়। কিন্তু এই প্রথমবারের মতো কোনো কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করা হয়েছে। এখানে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া আমাদের শিক্ষার্থী তাসরিফ চৌধুরী স্বপ্ন তিনি এইচএসসি পরীক্ষার্থী। তাকেসহ অন্য শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানাই আমরা।
শিক্ষার্থীদের মানববন্ধন উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজউক কলেজসহ উত্তরার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। উত্তরার আজমপুর, বিএনএস সেন্টারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের দেশীয় অস্ত্রসহ উপস্থিত থাকতে দেখা যায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে