নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত প্রায় ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী শহরে যান। সেখান থেকে ফেরার পথে বান্দারদিয়া পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি একই গ্রামে হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তাঁরা তিনজনই নিয়মিত খেলাধুলায় অংশ নিতেন। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়কে প্রাণ হারাতে হলো তাঁদের।
শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’
শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, নিহতদের মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত প্রায় ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী শহরে যান। সেখান থেকে ফেরার পথে বান্দারদিয়া পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি একই গ্রামে হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তাঁরা তিনজনই নিয়মিত খেলাধুলায় অংশ নিতেন। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়কে প্রাণ হারাতে হলো তাঁদের।
শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’
শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, নিহতদের মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে জড়ো হয় ৷
২ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে