মানিকগঞ্জের হরিরামপুরের দাশকান্দি বয়ড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সেতু আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা করলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে তাঁকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সেতু উপজেলার দাশকান্দি বয়ড়া গ্রামের আয়ুব আলী বিশ্বাসের ছোট মেয়ে। সেতুর বাবা একজন দিনমজুর।
জানা যায়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পান। পরে ২০২০ সালে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে অটোপাশ করেও জিপিএ ৫ পান। পরে ঢাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমে ৮৬০ হয়ে বাংলা বিভাগে ভর্তিতে মনোনীত হন। কিন্তু ভর্তির জন্য আর্থিক সংকটের মধ্যে পড়েন তিনি। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে তারা এই পদক্ষেপ নেন।
সেতুর মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সেতু সবার ছোট। ও ভালো ছাত্রী। সেতুর বাবা দিনমজুরের কাজ করে। মেয়ে ভার্সিটিতে চান্স পাইছে আমরা ম্যালা খুশি। ভর্তির খরচ দিতে পারছিলাম না। আজ ডিসি অফিসে গেছে, ওখান থেকে সহায়তা দিছে।’
সেতু আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাহিদুর রহমান রুমেল নামে এক বড় ভাইকে আর্থিক সংকটের বিষয়ে জানাই। তিনি ডিসি অফিসে যোগাযোগ করেন। পরে ডিসি স্যার আজ আমাকে ভর্তির যাবতীয় খরচ ও যাতায়াতের খরচও দিয়েছেন।’
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, ‘একটি ফোন কলের ভিত্তিতে আর্থিক অসচ্ছলতার দরুন ভর্তি হওয়া নিয়ে শঙ্কিত সেতু আক্তারকে আর্থিক সহায়তা করা হয়েছে। ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার পাশাপাশি ঢাকায় যাতায়াত ভাড়াও প্রদান করা হয়েছে। এমনকি তাঁকে ভবিষ্যতে টিউশনিসহ অন্যান্য সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শুক্লা সরকার উপস্থিত ছিলেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে