নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭১ জনের প্রাণহানি হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাইয়ুম এই অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি জানান, ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলাম আগামী ২৩ মার্চ অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন-ওয়াহিদ ম্যানশনের মালিক মোহাম্মদ হাসান সুলতান ওরফে হাসান, তার ভাই হোসেন সুলতান ওরফে সোহেল এবং ওই ভবনের গোডাউনের মালিক ইমটিয়াজ আহমেদ, মোহাম্মদ জাওয়াদ আতিক, মোজাম্মেল ইকবাল, মোজাফফর উদ্দিন, মো. লবিল ও মোহাম্মদ কাশিফ।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (অপরাধজনক প্রাণনাশ), ৪৩৬ (গৃহ প্রভৃতি ধ্বংস করার উদ্দেশ্যে আগুন বিস্ফোরক পদার্থের সাহায্যে ক্ষতিসাধন করা), ৪২৭ (জিনিসপত্রের ক্ষতিসাধন করা) ও ৩৪ (একই অভিপ্রায় উদ্দেশ্যে অপরাধ করা) ধারায় অভিযোগ পত্র দেওয়া হয়েছে।
ঘটনার প্রায় তিন বছর পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় এই অভিযোগপত্র দাখিল করা হলো। আদালত সূত্রে জানা গেছে প্রায় আড়াই হাজার পৃষ্ঠার অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় নিহত সকলের ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট ও বিপুলসংখ্যক আলামতসহ এই অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, চুড়িহাট্টার আগুনে নিহত চকবাজারের ওয়ার্কস রোডের বাসিন্দা জুম্মন আলীর ছেলে মো. আসিফ বাদী হয়ে ওয়াহেদ ম্যানশনের মালিক দুই সহোদর মো. হাসান ও মো. সোহেল ওরফে শহীদের নামে চকবাজার থানায় মামলা করেন। মামলায় ভবন মালিক দুই ভাইকে গ্রেপ্তার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই ভবনের গোডাউন মালিকদের নাম উঠে আসে। তাদেরকে মামলায় আসামি করা হয়। ভবন মালিক হাসান ও সোহেল এবং দুই গোডাউন মালিক জাওয়াদ ও কাশিফ হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। অন্য চার আসামি বিভিন্ন সময়ে ঢাকার আদালত থেকে জামিন পান।
মামলায় অভিযোগ করা হয়, হাসান, সোহেলসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের ইচ্ছাকৃত অবহেলায় ঘটা আগুনে পুড়ে মারা গেছেন ৭১ জন। মামলার এজাহারে বলা হয়, হাসান ও সোহেল ওয়াহেদ ম্যানশনের ওই ভবনের বিভিন্ন তলায় দাহ্য পদার্থ রাখতেন। জীবনের ঝুঁকি জেনেও অবৈধভাবে রাসায়নিকের গুদাম করার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে বাসা ভাড়া দেন তাঁরা। চুড়িহাট্টার আগুনের পর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের আলামত দেখে তদন্তকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তখন বলেছিলেন, আগুনের সূত্রপাত হয়েছিল হাজি ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭১ জনের প্রাণহানি হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাইয়ুম এই অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি জানান, ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলাম আগামী ২৩ মার্চ অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন-ওয়াহিদ ম্যানশনের মালিক মোহাম্মদ হাসান সুলতান ওরফে হাসান, তার ভাই হোসেন সুলতান ওরফে সোহেল এবং ওই ভবনের গোডাউনের মালিক ইমটিয়াজ আহমেদ, মোহাম্মদ জাওয়াদ আতিক, মোজাম্মেল ইকবাল, মোজাফফর উদ্দিন, মো. লবিল ও মোহাম্মদ কাশিফ।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (অপরাধজনক প্রাণনাশ), ৪৩৬ (গৃহ প্রভৃতি ধ্বংস করার উদ্দেশ্যে আগুন বিস্ফোরক পদার্থের সাহায্যে ক্ষতিসাধন করা), ৪২৭ (জিনিসপত্রের ক্ষতিসাধন করা) ও ৩৪ (একই অভিপ্রায় উদ্দেশ্যে অপরাধ করা) ধারায় অভিযোগ পত্র দেওয়া হয়েছে।
ঘটনার প্রায় তিন বছর পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় এই অভিযোগপত্র দাখিল করা হলো। আদালত সূত্রে জানা গেছে প্রায় আড়াই হাজার পৃষ্ঠার অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় নিহত সকলের ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট ও বিপুলসংখ্যক আলামতসহ এই অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, চুড়িহাট্টার আগুনে নিহত চকবাজারের ওয়ার্কস রোডের বাসিন্দা জুম্মন আলীর ছেলে মো. আসিফ বাদী হয়ে ওয়াহেদ ম্যানশনের মালিক দুই সহোদর মো. হাসান ও মো. সোহেল ওরফে শহীদের নামে চকবাজার থানায় মামলা করেন। মামলায় ভবন মালিক দুই ভাইকে গ্রেপ্তার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই ভবনের গোডাউন মালিকদের নাম উঠে আসে। তাদেরকে মামলায় আসামি করা হয়। ভবন মালিক হাসান ও সোহেল এবং দুই গোডাউন মালিক জাওয়াদ ও কাশিফ হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। অন্য চার আসামি বিভিন্ন সময়ে ঢাকার আদালত থেকে জামিন পান।
মামলায় অভিযোগ করা হয়, হাসান, সোহেলসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের ইচ্ছাকৃত অবহেলায় ঘটা আগুনে পুড়ে মারা গেছেন ৭১ জন। মামলার এজাহারে বলা হয়, হাসান ও সোহেল ওয়াহেদ ম্যানশনের ওই ভবনের বিভিন্ন তলায় দাহ্য পদার্থ রাখতেন। জীবনের ঝুঁকি জেনেও অবৈধভাবে রাসায়নিকের গুদাম করার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে বাসা ভাড়া দেন তাঁরা। চুড়িহাট্টার আগুনের পর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের আলামত দেখে তদন্তকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা তখন বলেছিলেন, আগুনের সূত্রপাত হয়েছিল হাজি ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৪০ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে