Ajker Patrika

গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯: ০১
গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

আদমজী ইপিজেডের কুনতং এপারেলস লিমিটেডের শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করা হয়।

সমাবেশে শ্রমিকদের ৬৪ শতাংশ বকেয়া পাওনা ও চাকরি অবসানে প্রাপ্য শতভাগ পাওনা পরিশোধের দাবি জানানো হয়। এ ছাড়া বিভিন্ন অজুহাতে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। 

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, ‘লোকসান, এক্সিস পয়েন্ট, অক্ষমতাসহ নানান অজুহাতে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে। শ্রমিকদের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রমিকদের যে লভ্যাংশ বকেয়া আছে, তা কোনো অজুহাতে আত্মসাৎ করা যাবে না।’ 

প্রধানমন্ত্রী আইন করে গার্মেন্টস শ্রমিকদের রক্ষা করতে চেষ্টা করেছিলেন জানিয়ে আহসান হাবিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) একটা নমুনা দেখাতে চেয়েছিলেন, কিন্তু ওনার নমুনা ব্যর্থ হয়েছে। সকল ইপিজেডে শ্রমিকেরা তাঁদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অবশ্যই ইপিজেড আইনসহ শ্রমিকদের বিভাজন করার যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করতে হবে।’

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি বলেন, ‘যারা শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা শ্রমিকদের পাওনা আত্মসাৎ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করতে হবে। যে সব কর্মকর্তারা শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের অপসারণ করতে হবে। যদি না হয়, তাহলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত