রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’

নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৬ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২০ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২৬ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩৬ মিনিট আগে