নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণ ও দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন চলছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডিএসসিসির নগর ভবনের মূল ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইশরাক হোসেনের সমর্থকেরা।
সকাল ১১টায় সরেজমিন দেখা যায়, নগর ভবনের বাইরের ফটক বন্ধ। ভেতরের ফটকের সামনের সিঁড়িতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের কয়েকশ সমর্থক অবস্থান করছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, ১০ মাস ধরে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নেই। ঢাকাবাসী নাগরিক সুবিধা যথাযথভাবে পাচ্ছে না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা জোর করে তাঁর ক্ষমতা ব্যবহার করছেন। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো ও মেয়রের দায়িত্ব পালনের ব্যবস্থা করছেন না।
এদিকে আজও ডিএসসিসির স্বাভাবিক কাজ বন্ধ আছে। এ নিয়ে ২০ দিন ধরে বর্জ্য ব্যবস্থাপনাসহ জরুরি কয়েকটি সেবা কার্যক্রম ছাড়া সব কাজ বন্ধ। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম চলছে। সকাল থেকে ডিএসসিসির সেবাপ্রার্থী তেমন কাউকে দেখা যায়নি। আর ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা যায় নগর ভবনে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও স্থানীয় সরকারের উপদেষ্টা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন না। ঢাকাবাসীর দুর্ভোগের কথা তিনি অনুধাবন করছেন না। আমরা চাই, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিক।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, দুপুরে জনতার মেয়র ইশরাক হোসেন এসে জাতির সামনে কথা বলবেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আমাদের করণীয় ঠিক করব।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সে জন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।
অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকেরা। তাদের আন্দোলনে দুই সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে নগর ভবন।
আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো ইশরাককে শপথ পড়ানোর আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক।
তাঁর সমর্থকদের আন্দোলনের মধ্যে ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট।
রিটকারীর এ ধরনের রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।
সেই লিভ টু আপিলের শুনানি করে গত বৃহস্পতিবার (২৯ মে) আপিল বিভাগ বিষয়টি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন।
এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছেন, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণ ও দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন চলছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডিএসসিসির নগর ভবনের মূল ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইশরাক হোসেনের সমর্থকেরা।
সকাল ১১টায় সরেজমিন দেখা যায়, নগর ভবনের বাইরের ফটক বন্ধ। ভেতরের ফটকের সামনের সিঁড়িতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের কয়েকশ সমর্থক অবস্থান করছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, ১০ মাস ধরে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নেই। ঢাকাবাসী নাগরিক সুবিধা যথাযথভাবে পাচ্ছে না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা জোর করে তাঁর ক্ষমতা ব্যবহার করছেন। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো ও মেয়রের দায়িত্ব পালনের ব্যবস্থা করছেন না।
এদিকে আজও ডিএসসিসির স্বাভাবিক কাজ বন্ধ আছে। এ নিয়ে ২০ দিন ধরে বর্জ্য ব্যবস্থাপনাসহ জরুরি কয়েকটি সেবা কার্যক্রম ছাড়া সব কাজ বন্ধ। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম চলছে। সকাল থেকে ডিএসসিসির সেবাপ্রার্থী তেমন কাউকে দেখা যায়নি। আর ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা যায় নগর ভবনে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও স্থানীয় সরকারের উপদেষ্টা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন না। ঢাকাবাসীর দুর্ভোগের কথা তিনি অনুধাবন করছেন না। আমরা চাই, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিক।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, দুপুরে জনতার মেয়র ইশরাক হোসেন এসে জাতির সামনে কথা বলবেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আমাদের করণীয় ঠিক করব।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সে জন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।
অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকেরা। তাদের আন্দোলনে দুই সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে নগর ভবন।
আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো ইশরাককে শপথ পড়ানোর আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক।
তাঁর সমর্থকদের আন্দোলনের মধ্যে ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট।
রিটকারীর এ ধরনের রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।
সেই লিভ টু আপিলের শুনানি করে গত বৃহস্পতিবার (২৯ মে) আপিল বিভাগ বিষয়টি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন।
এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছেন, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে