Ajker Patrika

জাকসুতে ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধি 
জাকসুতে ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
জাকসুতে ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিন সদস্যের আংশিক প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখা।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার।

প্যানেলে সহসাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী হিসেবে আছেন ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার একাংশের সংগঠক মো. সজিব আহম্মদ জেনিচ।

এ ছাড়া কার্যকরী সদস্য (নারী) পদে রোকেয়া আমিন অনুসূয়া এবং কার্যকরী সদস্য পুরুষ পদে মো. সুমন হোসেন মনোনীত হয়েছেন।

প্যানেল ঘোষণা শেষে সহসাধারণ সম্পাদক প্রার্থী মো. সজিব আহম্মদ জেনিচ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সোচ্চার থেকেছি। আমরা নির্বাচনে জিততে পারি বা না পারি আমরা আগামীতেও কাজ করে যাব। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, যারা যোগ্যতা রাখে এবং শিক্ষার্থীদের কথা ও মতামত তুলে ধরবে তাদের ভোট দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত