নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।
আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।
শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।
পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।

বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি।
আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।
শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা।
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ।
পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে