Ajker Patrika

বাজারে নতুন পেঁয়াজ, পাইকারি দাম কমলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজারে নতুন পেঁয়াজ, পাইকারি দাম কমলো

বাজারে নতুন পেঁয়াজ ওঠায় পাইকারি বাজারে দাম অনেকটাই কমেছে। এতে ভোক্তা পর্যায়েও দাম কমেছে। তবে পাইকারি বাজারে দাম যতটা কমেছে খুচরা বাজারে ততটা কমেনি। 

আজ রাজধানীর শ্যামবাজারের মেসার্স আজমিরি ভান্ডারের বিক্রয় প্রতিনিধি গোলাপ মাহমুদ জানান, গত চার দিন ধরে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের আমদানি অনেক বেড়েছে। এতে দাম অনেকটাই কমেছে। গত দুদিন আগেও পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে ২৭ থেকে ৩২ টাকায়। আর বিদেশি পেঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৩১ থেকে ৩৫ টাকা দরে।

শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে বাজারে পেঁয়াজের ব্যাপক সরবরাহ বেড়েছে। এখন পেঁয়াজ রাখার জায়গায় সংকট দেখা দিয়েছে। এতে দামও দফায় দফায় কমে এসেছে। আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে মনে করছেন তাঁরা। 

রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমলেও পাইকারি বাজারের চেয়ে খুচরায় ব্যবধান অনেকটাই বেশি। গতকাল রাজধানীর পাইকারি বাজারে যে পেঁয়াজ ২৭ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে তা খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। দামের ব্যবধান বেশি থাকায় ভোক্তারা ঠকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তবে অনেক খুচরা দোকানে পুরোনো হালি পেঁয়াজের সরবরাহ থাকায় এটির দাম কমতে আরও সময় লাগবে বলে জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। যা দুদিন আগে ছিল ৬৫ থেকে ৮০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। আর প্রতিকেজি বিদেশি পেঁয়াজের দাম আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। গতকাল তা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। শতকরা দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ। 

পেঁয়াজ চাষিরা জানান, গত সপ্তাহে বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। আর এ কারণে হঠাৎ করে বাজারে দাম বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানেই পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ঘরে বেশি দিন ধরে রাখা যায় না। তাই কৃষকেরাও এই পেঁয়াজ জমি থেকে তোলার পরপরই দ্রুত বিক্রি করার চেষ্টা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত