Ajker Patrika

সাবেক সংসদ সদস্য হাবিবের ভাই নাদিম মাহমুদ ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাদিম মাহমুদ। সংগৃহীত ছবি
নাদিম মাহমুদ। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হত্যা মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

নাদিম মাহমুদকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে নাদিমের জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত পাঁচ দিনের বিমান মঞ্জুর করেন।

আদালতের উত্তরা পশ্চিম থানা সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রায়দা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরদিন ৬ আগস্ট তাঁকে নোয়াখালী নিজের বাড়িতে দাফন করা হয়।

এ ঘটনায় গত ৬ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত