নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধী টিকা না দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে। আর টিকা ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’
রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আজ শনিবার গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী পয়লা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা পাওয়া যাবে না।’
টিকা নিতে কোনো কাগজপত্রের দরকার নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেয়নি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।’
আজকে পাঁচ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকায় আজ পাঁচ লাখ টিকা দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি, আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব, একটু সুশৃঙ্খলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’
উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় গত বুধবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে গণটিকা দেওয়া হচ্ছে।

করোনা প্রতিরোধী টিকা না দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দোকানের কর্মচারীদের টিকা নেওয়া আছে, এমন একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন দোকানে। এটা দেখাতে হবে। আর টিকা ছাড়া কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’
রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আজ শনিবার গণটিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘করোনা টিকার অন্তত এক ডোজ না নিলে আগামী পয়লা মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা পাওয়া যাবে না।’
টিকা নিতে কোনো কাগজপত্রের দরকার নেই জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এসব অজুহাতে অনেকেই টিকা নেয়নি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নম্বর থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন।’
আজকে পাঁচ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকায় আজ পাঁচ লাখ টিকা দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট দিয়েছিল সাড়ে তিন লাখ টিকা দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি, আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, তাতে আমাদের পাঁচ লাখ টিকা দেওয়ার টার্গেট। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। আমি সবাইকে বলব, একটু সুশৃঙ্খলভাবে থাকার জন্য। সবাইকে টিকা না দিয়ে কেন্দ্র বন্ধ হবে না। সবাই টিকা পাবেন।’
উল্লেখ্য, ডিএনসিসি এলাকায় গত বুধবার থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে গণটিকা দেওয়া হচ্ছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে