মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সে সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ দণ্ডাদেশ দেন।
মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত স্ত্রী মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সঙ্গে আসামি নীলা আক্তারের (৪০) প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে (১৯) ও এক মেয়ে (১৭) রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।
২০১৫ সালের ২০ জুন স্ত্রী নীলা তার স্বামী নাজিরকে মারধর করেন। পরে নাজির খাওয়া দাওয়া না করে দোচালা টিনের ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে রাত ৯টার দিকে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করে স্ত্রী নীলা। পরে নিহতের লাশের পাশে ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দণ্ডাদেশ দেন।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তারকে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।’
সরকার পক্ষের আইনজীবী আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তার আগেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’

মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সে সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ দণ্ডাদেশ দেন।
মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত স্ত্রী মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সঙ্গে আসামি নীলা আক্তারের (৪০) প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে (১৯) ও এক মেয়ে (১৭) রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।
২০১৫ সালের ২০ জুন স্ত্রী নীলা তার স্বামী নাজিরকে মারধর করেন। পরে নাজির খাওয়া দাওয়া না করে দোচালা টিনের ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে রাত ৯টার দিকে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাঁকে হত্যা করে স্ত্রী নীলা। পরে নিহতের লাশের পাশে ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গির হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দণ্ডাদেশ দেন।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তারকে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।’
সরকার পক্ষের আইনজীবী আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিলা আক্তার আগেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
৪ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে