Ajker Patrika

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খেলাধুলা নিষেধ 

জবি সংবাদদাতা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খেলাধুলা নিষেধ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস ও পরীক্ষা চলাকালীন যে কোনো ধরনের খেলাধুলা করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার্থীর তুলনায় ক্যাম্পাস খুবই ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে খেলাধুলা করলে কার্যক্রমে বিঘ্ন ঘটে। ক্যাম্পাসে চলাচলেও অসুবিধা হয়। 

এ কারণে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায় কোনো প্রকার খেলাধুলা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...