ফরিদপুর প্রতিনিধি

খুলনা বিভাগীয় জ্বালানি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল পাঠানো শুরু করেছে।
খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’
জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির এই সদস্য জানান, গতকাল ডাকা বৃহত্তর ফরিদপুরের পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সকাল থেকে পাম্পগুলো স্বাভাবিক রয়েছে।
খুলনা জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় চলমান অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন ও ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু করার অনুরোধ করা হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তাতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

খুলনা বিভাগীয় জ্বালানি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল পাঠানো শুরু করেছে।
খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’
জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির এই সদস্য জানান, গতকাল ডাকা বৃহত্তর ফরিদপুরের পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সকাল থেকে পাম্পগুলো স্বাভাবিক রয়েছে।
খুলনা জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় চলমান অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন ও ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু করার অনুরোধ করা হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তাতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে