
খুলনা বিভাগীয় জ্বালানি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল পাঠানো শুরু করেছে।
খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’
জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির এই সদস্য জানান, গতকাল ডাকা বৃহত্তর ফরিদপুরের পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সকাল থেকে পাম্পগুলো স্বাভাবিক রয়েছে।
খুলনা জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় চলমান অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন ও ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু করার অনুরোধ করা হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তাতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে