জাবি প্রতিনিধি

দোকানি ও কর্মচারীকে মারধর করায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির হোসেন নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়কে।
আজ রোববার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে এই দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং মেহেদী হাসান জয়কে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
সাব্বির হোসেন নাহিদ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র এবং মেহেদী হাসান জয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার উপযুক্ত কারণসহ জবাব আগামী সাত দিনের মধ্যে সংগঠনটির দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে বহিষ্কারের আগেই গতকাল শনিবার রাতে সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন রানা সাভারের পাথালিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বাসচালক আব্দুল মান্নানের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার বাসিন্দা।
ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের সঙ্গে আমার পূর্বের কোনো শত্রুতা ছিল না। গতকাল শনিবার রাতে ইসলামনগর বাজার থেকে মশারি কিনে বাড়ি ফিরছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের কাছাকাছি পৌঁছালে সাব্বির ও মেহেদী আমার পথ আটকায়। এরপর তারা আমাকে বলে, তুই ছাত্রদলের ক্যাডারদের আশ্রয় দিস। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে মারধর করে। পরে বাড়িতে এসে শুনি তারা আমার বাড়িতেও আসছিল। আমাকে না পেয়ে আমার বাবাকে নানান বিষয়ে হুমকি-ধমকি দিয়ে গেছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল সাংবাদিকদের বলেন, ‘যত দূর শুনেছি, ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার বাসায় জঙ্গি সংগঠনের নেতারা মিটিং করেন। তিনি বাসায় জঙ্গি সংগঠনের নেতাদের আশ্রয় দেন। তাই আগামী নির্বাচনের আগে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের নাশকতা না করে, সে বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে সতর্ক করেছে। তবে মারধরের ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই।’

দোকানি ও কর্মচারীকে মারধর করায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির হোসেন নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়কে।
আজ রোববার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে এই দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং মেহেদী হাসান জয়কে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
সাব্বির হোসেন নাহিদ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র এবং মেহেদী হাসান জয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার উপযুক্ত কারণসহ জবাব আগামী সাত দিনের মধ্যে সংগঠনটির দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে বহিষ্কারের আগেই গতকাল শনিবার রাতে সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন রানা সাভারের পাথালিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের বাসচালক আব্দুল মান্নানের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার বাসিন্দা।
ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের সঙ্গে আমার পূর্বের কোনো শত্রুতা ছিল না। গতকাল শনিবার রাতে ইসলামনগর বাজার থেকে মশারি কিনে বাড়ি ফিরছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকার পানির ট্যাংকের কাছাকাছি পৌঁছালে সাব্বির ও মেহেদী আমার পথ আটকায়। এরপর তারা আমাকে বলে, তুই ছাত্রদলের ক্যাডারদের আশ্রয় দিস। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাকে মারধর করে। পরে বাড়িতে এসে শুনি তারা আমার বাড়িতেও আসছিল। আমাকে না পেয়ে আমার বাবাকে নানান বিষয়ে হুমকি-ধমকি দিয়ে গেছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল সাংবাদিকদের বলেন, ‘যত দূর শুনেছি, ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার বাসায় জঙ্গি সংগঠনের নেতারা মিটিং করেন। তিনি বাসায় জঙ্গি সংগঠনের নেতাদের আশ্রয় দেন। তাই আগামী নির্বাচনের আগে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের নাশকতা না করে, সে বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে সতর্ক করেছে। তবে মারধরের ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই।’

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১৬ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে