উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দুই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত দুজন সন্ত্রাসী ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সোহরাব হোসেন স্বপন (৫৫) ও মাহবুব হাসান রিপন (৫০) এবং মাদক কারবারি কামরুল ইসলাম। গ্রেপ্তারের সময় কামরুলের কাছ থেকে ১৯৩টি ইয়াবা বড়ি, একটি দেশীয় ধারালো অস্ত্র ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহরাব হোসেন স্বপন ও মাহবুব হাসান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর ও কাফরুল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করতেন। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাঁদের কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি অভিযানে মিরপুরে ৬০ ফিট রোড থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই মাদক কারবারিকে মিরপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার স্বপন ও রিপনকে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মাদক কারবারিকে গ্রেপ্তার প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কামরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।’

রাজধানীর দুই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত দুজন সন্ত্রাসী ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সোহরাব হোসেন স্বপন (৫৫) ও মাহবুব হাসান রিপন (৫০) এবং মাদক কারবারি কামরুল ইসলাম। গ্রেপ্তারের সময় কামরুলের কাছ থেকে ১৯৩টি ইয়াবা বড়ি, একটি দেশীয় ধারালো অস্ত্র ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহরাব হোসেন স্বপন ও মাহবুব হাসান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর ও কাফরুল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করতেন। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাঁদের কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি অভিযানে মিরপুরে ৬০ ফিট রোড থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই মাদক কারবারিকে মিরপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার স্বপন ও রিপনকে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মাদক কারবারিকে গ্রেপ্তার প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কামরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে