নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা এবং আড়াইহাজার থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। দুইটি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাবেক এমপি ও মন্ত্রীদের।
আজ বৃহস্পতিবার দুপুরে এই মামলা দুটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু।
ফতুল্লায় গত ১৯ জুলাই ভুইগড় এলাকায় কোটাবিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ফয়সাল। এ ঘটনায় ১৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা করেন তাঁর বাবা সোহরাব মিয়া। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
এদিকে ৪ আগস্ট আড়াইহাজারে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পথে তাতীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয় দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ প্রমুখ।

নারায়ণগঞ্জের ফতুল্লা এবং আড়াইহাজার থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। দুইটি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাবেক এমপি ও মন্ত্রীদের।
আজ বৃহস্পতিবার দুপুরে এই মামলা দুটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু।
ফতুল্লায় গত ১৯ জুলাই ভুইগড় এলাকায় কোটাবিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ফয়সাল। এ ঘটনায় ১৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা করেন তাঁর বাবা সোহরাব মিয়া। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
এদিকে ৪ আগস্ট আড়াইহাজারে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পথে তাতীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয় দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া। তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ প্রমুখ।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৯ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৯ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে