
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু–পাখিও লুটপাট করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের পর এ ঘটনা ঘটে। পার্কজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ।
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা। প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট। পার্কের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়ল ধ্বংসস্তূপ। কোর সাফারির হিংস্র পশু দেখার জন্য নির্দিষ্ট মিনিবাস ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্ক অফিস। পার্ক অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে। পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রামাগার।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশুপার্ক। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ। ভাঙচুর চালানো হয়েছে পার্কের অডিটরিয়াম সেন্টার। পার্কের ভেতর থাকা কয়েকটি ফুট পার্ক লুটপাট চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের পাখিশালা, ময়ূর বেষ্টনী, প্রজাপ্রতির বেষ্টনী, দুটি রেস্টুরেন্ট, পার্কের সব সাইনবোর্ড ব্যানার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রঙিন মাছের বেষ্টনী।
পার্ক সূত্রে জানা যায়, পার্কের পাখিশালায় থাকা বিদেশি পাখি ম্যাকাউ, ময়ূরসহ বিদেশি অনেক পাখি লুটপাট করে নিয়ে গেছে। এ ছাড়া অনেক পাখির খাঁচা ভেঙে পশুপাখি ছেড়ে দেওয়া হয়েছে। বহু পাখি খাঁচাসহ নিয়ে গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পার্কের কিছু পশু–পাখি লুটপাট হয়েছে। তবে কত পশু–পাখি লুটপাট হয়েছে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারব। তবে পার্কের সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে পার্কের কার্যক্রম চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু–পাখিও লুটপাট করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের পর এ ঘটনা ঘটে। পার্কজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ।
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা। প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট। পার্কের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়ল ধ্বংসস্তূপ। কোর সাফারির হিংস্র পশু দেখার জন্য নির্দিষ্ট মিনিবাস ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্ক অফিস। পার্ক অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে। পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রামাগার।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশুপার্ক। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ। ভাঙচুর চালানো হয়েছে পার্কের অডিটরিয়াম সেন্টার। পার্কের ভেতর থাকা কয়েকটি ফুট পার্ক লুটপাট চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের পাখিশালা, ময়ূর বেষ্টনী, প্রজাপ্রতির বেষ্টনী, দুটি রেস্টুরেন্ট, পার্কের সব সাইনবোর্ড ব্যানার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রঙিন মাছের বেষ্টনী।
পার্ক সূত্রে জানা যায়, পার্কের পাখিশালায় থাকা বিদেশি পাখি ম্যাকাউ, ময়ূরসহ বিদেশি অনেক পাখি লুটপাট করে নিয়ে গেছে। এ ছাড়া অনেক পাখির খাঁচা ভেঙে পশুপাখি ছেড়ে দেওয়া হয়েছে। বহু পাখি খাঁচাসহ নিয়ে গেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পার্কের কিছু পশু–পাখি লুটপাট হয়েছে। তবে কত পশু–পাখি লুটপাট হয়েছে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারব। তবে পার্কের সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে পার্কের কার্যক্রম চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৪০ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে