নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদের আগে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক খেলার মাঠ পশুর হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পশুর হাট করার পর বেহাল দশা হয়ে গিয়েছিল খেলার মাঠের অবস্থা। মাঠের উত্তর পাশে দেয়াল ভেঙে করা হয়েছিল পশুর হাটের গেট। ঈদের কয়েক দিন পরও সেই দেয়াল ভাঙা পড়ে থাকতে দেখা গেছে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট, বাঁশ ও পশুবর্জ্য।
গত শনিবার (১৬ জুলাই) আজকের পত্রিকায় ‘পশুর হাটের ক্ষত খেলার মাঠে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে রোববার (১৭ জুলাই) থেকে পশুর হাটের ইজারাদার মাঠটির ভাঙা দেয়াল সংস্কারের উদ্যোগ নেয়।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির ভাঙা দেয়াল সংস্কারে কাজ করছেন তিনজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সর্দার এনায়েত হোসেন ভূঞা আজকের পত্রিকাকে জানান, তারা দুই দিন ধরে ভাঙা দেয়াল সংস্কারের কাজ করছেন। সোমবারের মধ্যেই কাজটি শেষ হবে।
মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বাদশা জানান, ইজারাদার কোনো বর্জ্য অপসারণ করেননি। মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা গত দুই দিন ধরে কাজ করছেন।
তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান বলেন, ‘সিটি করপোরেশন ইজারা দেওয়ার সময় শর্ত দিয়েছিল হাট শেষে মাঠ যেন আগের অবস্থায় ফিরিয়ে দিই। কয়েক দিন দেরি হলেও, আমরা মাঠ ঠিক করতে কাজ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দিয়েছি। তারা কাজ করছে।’

কোরবানির ঈদের আগে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক খেলার মাঠ পশুর হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পশুর হাট করার পর বেহাল দশা হয়ে গিয়েছিল খেলার মাঠের অবস্থা। মাঠের উত্তর পাশে দেয়াল ভেঙে করা হয়েছিল পশুর হাটের গেট। ঈদের কয়েক দিন পরও সেই দেয়াল ভাঙা পড়ে থাকতে দেখা গেছে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট, বাঁশ ও পশুবর্জ্য।
গত শনিবার (১৬ জুলাই) আজকের পত্রিকায় ‘পশুর হাটের ক্ষত খেলার মাঠে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে রোববার (১৭ জুলাই) থেকে পশুর হাটের ইজারাদার মাঠটির ভাঙা দেয়াল সংস্কারের উদ্যোগ নেয়।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির ভাঙা দেয়াল সংস্কারে কাজ করছেন তিনজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সর্দার এনায়েত হোসেন ভূঞা আজকের পত্রিকাকে জানান, তারা দুই দিন ধরে ভাঙা দেয়াল সংস্কারের কাজ করছেন। সোমবারের মধ্যেই কাজটি শেষ হবে।
মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বাদশা জানান, ইজারাদার কোনো বর্জ্য অপসারণ করেননি। মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা গত দুই দিন ধরে কাজ করছেন।
তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান বলেন, ‘সিটি করপোরেশন ইজারা দেওয়ার সময় শর্ত দিয়েছিল হাট শেষে মাঠ যেন আগের অবস্থায় ফিরিয়ে দিই। কয়েক দিন দেরি হলেও, আমরা মাঠ ঠিক করতে কাজ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দিয়েছি। তারা কাজ করছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে