নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদের আগে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক খেলার মাঠ পশুর হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পশুর হাট করার পর বেহাল দশা হয়ে গিয়েছিল খেলার মাঠের অবস্থা। মাঠের উত্তর পাশে দেয়াল ভেঙে করা হয়েছিল পশুর হাটের গেট। ঈদের কয়েক দিন পরও সেই দেয়াল ভাঙা পড়ে থাকতে দেখা গেছে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট, বাঁশ ও পশুবর্জ্য।
গত শনিবার (১৬ জুলাই) আজকের পত্রিকায় ‘পশুর হাটের ক্ষত খেলার মাঠে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে রোববার (১৭ জুলাই) থেকে পশুর হাটের ইজারাদার মাঠটির ভাঙা দেয়াল সংস্কারের উদ্যোগ নেয়।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির ভাঙা দেয়াল সংস্কারে কাজ করছেন তিনজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সর্দার এনায়েত হোসেন ভূঞা আজকের পত্রিকাকে জানান, তারা দুই দিন ধরে ভাঙা দেয়াল সংস্কারের কাজ করছেন। সোমবারের মধ্যেই কাজটি শেষ হবে।
মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বাদশা জানান, ইজারাদার কোনো বর্জ্য অপসারণ করেননি। মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা গত দুই দিন ধরে কাজ করছেন।
তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান বলেন, ‘সিটি করপোরেশন ইজারা দেওয়ার সময় শর্ত দিয়েছিল হাট শেষে মাঠ যেন আগের অবস্থায় ফিরিয়ে দিই। কয়েক দিন দেরি হলেও, আমরা মাঠ ঠিক করতে কাজ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দিয়েছি। তারা কাজ করছে।’

কোরবানির ঈদের আগে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক খেলার মাঠ পশুর হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পশুর হাট করার পর বেহাল দশা হয়ে গিয়েছিল খেলার মাঠের অবস্থা। মাঠের উত্তর পাশে দেয়াল ভেঙে করা হয়েছিল পশুর হাটের গেট। ঈদের কয়েক দিন পরও সেই দেয়াল ভাঙা পড়ে থাকতে দেখা গেছে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট, বাঁশ ও পশুবর্জ্য।
গত শনিবার (১৬ জুলাই) আজকের পত্রিকায় ‘পশুর হাটের ক্ষত খেলার মাঠে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে রোববার (১৭ জুলাই) থেকে পশুর হাটের ইজারাদার মাঠটির ভাঙা দেয়াল সংস্কারের উদ্যোগ নেয়।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির ভাঙা দেয়াল সংস্কারে কাজ করছেন তিনজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সর্দার এনায়েত হোসেন ভূঞা আজকের পত্রিকাকে জানান, তারা দুই দিন ধরে ভাঙা দেয়াল সংস্কারের কাজ করছেন। সোমবারের মধ্যেই কাজটি শেষ হবে।
মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বাদশা জানান, ইজারাদার কোনো বর্জ্য অপসারণ করেননি। মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা গত দুই দিন ধরে কাজ করছেন।
তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান বলেন, ‘সিটি করপোরেশন ইজারা দেওয়ার সময় শর্ত দিয়েছিল হাট শেষে মাঠ যেন আগের অবস্থায় ফিরিয়ে দিই। কয়েক দিন দেরি হলেও, আমরা মাঠ ঠিক করতে কাজ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দিয়েছি। তারা কাজ করছে।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪০ মিনিট আগে