নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য তারিখ ছিল আজ সোমবার। তবে আগামীকাল মঙ্গলবার নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩৫ এ আজ এই মামলার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক শুভ্রা চক্রবর্তী আগামীকাল দিন ধার্য করেছেন।
মামলার বিচার চলছে ধীর গতিতে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক আজকের পত্রিকায় সম্প্রতি ছাপা হয়। এরপর মামলার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে বলেন, মামলাটি আগে থেকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল। এখন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলার তদন্ত শেষ হতে লাগে আড়াই বছর। অভিযোগ পত্র দেওয়ার পর নয় ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এক বছরেরও বেশি সময় পর। আর গত দেড় বছরের বেশি সময় ধরে ১৯ জন সাক্ষীর মাত্র ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার নথি থেকে দেখা যায়, অভিযোগ গঠনের প্রায় এক বছর পর এ বছর ২৮ মার্চ মামলার বাদী ড. বদিউল আলম মজুমদার সাক্ষ্য দেন। এরপর ২৩ আগস্ট একজন ১৩ অক্টোবর ২ জন এবং গত ৪ ডিসেম্বর দুজন সাক্ষ্য দেন। সমস্ত সাক্ষীদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
২০১৮ সালের ৪ আগস্ট মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয়জনের বিরুদ্ধে ২০২১ সালে ২৯ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউফ এই অভিযোগ পত্র দাখিল করেন।
স্থানীয় ছাত্রলীগের নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহিদুল আলম খান, তানহা ওরফে মুজাহিদ, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম ও মো. সিয়াম ও অলি আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। অভিযোগ পত্র দাখিল পর্যন্ত নয় আসামি পলাতক ছিলেন। পরে তারা বিভিন্ন তারিখে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।
মামলার এজাহার অনুসারে, ২০১৮ সালের ৪ আগস্ট তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন। নৈশভোজ শেষে বার্নিকাট রাত ১১টার দিকে ফেরার পথে অজ্ঞাত ৩০-৪০ জন সশস্ত্র ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরকে ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। তাঁরা পিস্তল ও লাঠিসোঁটা বহন করছিল। বদিউল আলম মজুমদারের বাসায় হামলা করে বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ ঘটনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ঘটনার ৬ দিন পর ১০ আগস্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য তারিখ ছিল আজ সোমবার। তবে আগামীকাল মঙ্গলবার নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩৫ এ আজ এই মামলার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক শুভ্রা চক্রবর্তী আগামীকাল দিন ধার্য করেছেন।
মামলার বিচার চলছে ধীর গতিতে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক আজকের পত্রিকায় সম্প্রতি ছাপা হয়। এরপর মামলার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে বলেন, মামলাটি আগে থেকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল। এখন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলার তদন্ত শেষ হতে লাগে আড়াই বছর। অভিযোগ পত্র দেওয়ার পর নয় ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এক বছরেরও বেশি সময় পর। আর গত দেড় বছরের বেশি সময় ধরে ১৯ জন সাক্ষীর মাত্র ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার নথি থেকে দেখা যায়, অভিযোগ গঠনের প্রায় এক বছর পর এ বছর ২৮ মার্চ মামলার বাদী ড. বদিউল আলম মজুমদার সাক্ষ্য দেন। এরপর ২৩ আগস্ট একজন ১৩ অক্টোবর ২ জন এবং গত ৪ ডিসেম্বর দুজন সাক্ষ্য দেন। সমস্ত সাক্ষীদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
২০১৮ সালের ৪ আগস্ট মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয়জনের বিরুদ্ধে ২০২১ সালে ২৯ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউফ এই অভিযোগ পত্র দাখিল করেন।
স্থানীয় ছাত্রলীগের নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহিদুল আলম খান, তানহা ওরফে মুজাহিদ, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম ও মো. সিয়াম ও অলি আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। অভিযোগ পত্র দাখিল পর্যন্ত নয় আসামি পলাতক ছিলেন। পরে তারা বিভিন্ন তারিখে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।
মামলার এজাহার অনুসারে, ২০১৮ সালের ৪ আগস্ট তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন। নৈশভোজ শেষে বার্নিকাট রাত ১১টার দিকে ফেরার পথে অজ্ঞাত ৩০-৪০ জন সশস্ত্র ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরকে ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। তাঁরা পিস্তল ও লাঠিসোঁটা বহন করছিল। বদিউল আলম মজুমদারের বাসায় হামলা করে বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ ঘটনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ঘটনার ৬ দিন পর ১০ আগস্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে