নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার এক মামলায় বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, বিএনপি নেতা মো. মোহন, জালাল আকমল, মো. মাহবুব, মাওয়া মাসুম, বাংগাল সিরাজ, মো. ইউসুফ, রাজু হালদার, সেলিম, আব্দর রহমান, মিঠু, জহির, মো. ফারুক, জোবায়ের আলম, মো. আজিম, মো. ইকবাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. রাসেল, মো. মজিবুল হাসান, মো. ভূবন, মো. শাখাওয়াত হোসেন, মো. আরিফ হোসেন ও কবির আহম্মেদ মুকুলকে রায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।
প্রত্যেককে বেআইনি সমাবেশের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে মারধর করার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
ইসহাক সরকারকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের অক্টোবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার সৈয়দ নজরুল ইসলাম সরণীর নবাবপুর পুলিশ ফাঁড়ির সামনে বেআইনি জনতাবধ্য হয়ে মিছিল সমাবেশ করে এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে। একইসঙ্গে যানবাহন ভাঙচুরসহ পুলিশকে মারধর করে।
এ ঘটনায় বংশাল থানা-পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ৩৯ আসামির বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ পত্র দাখিল করা হয়।
জানা গেছে, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মিরপুরের মামলায় দুইজনের তিন বছরের কারাদণ্ড
এদিকে দ্রুত বিচার আইনে করা মিরপুর থানার একটি মামলায় দুই বিএনপি কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ২০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কবির হোসেন মিল্টন ও খন্দকার আখতার হোসেন শিপন। এই মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের এপ্রিল মাসে মিরপুর থানা এলাকায় বিএনপি নেতা কর্মীরা মিছিল সমাবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নাশকতার এক মামলায় বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রায় দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, বিএনপি নেতা মো. মোহন, জালাল আকমল, মো. মাহবুব, মাওয়া মাসুম, বাংগাল সিরাজ, মো. ইউসুফ, রাজু হালদার, সেলিম, আব্দর রহমান, মিঠু, জহির, মো. ফারুক, জোবায়ের আলম, মো. আজিম, মো. ইকবাল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. রাসেল, মো. মজিবুল হাসান, মো. ভূবন, মো. শাখাওয়াত হোসেন, মো. আরিফ হোসেন ও কবির আহম্মেদ মুকুলকে রায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়।
প্রত্যেককে বেআইনি সমাবেশের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে মারধর করার দায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
ইসহাক সরকারকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের অক্টোবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার সৈয়দ নজরুল ইসলাম সরণীর নবাবপুর পুলিশ ফাঁড়ির সামনে বেআইনি জনতাবধ্য হয়ে মিছিল সমাবেশ করে এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে। একইসঙ্গে যানবাহন ভাঙচুরসহ পুলিশকে মারধর করে।
এ ঘটনায় বংশাল থানা-পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ৩৯ আসামির বিরুদ্ধে ২০১৪ সালে অভিযোগ পত্র দাখিল করা হয়।
জানা গেছে, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মিরপুরের মামলায় দুইজনের তিন বছরের কারাদণ্ড
এদিকে দ্রুত বিচার আইনে করা মিরপুর থানার একটি মামলায় দুই বিএনপি কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ২০ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কবির হোসেন মিল্টন ও খন্দকার আখতার হোসেন শিপন। এই মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৩ সালের এপ্রিল মাসে মিরপুর থানা এলাকায় বিএনপি নেতা কর্মীরা মিছিল সমাবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৭ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া ১৮টি প্রকল্পের বিল এক মাস আগে স্বাক্ষর হলেও এখন পর্যন্ত টাকা পাননি প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর বিলে স্বাক্ষর করিয়ে টাকা আটকে রেখে সভাপতিদের ঘুরাচ্ছে।
৭ ঘণ্টা আগে