নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।
জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।

কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।
জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে