নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী এই ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নিয়েছেন।
পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই তাঁরা প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন।
উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীর ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁরা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’
চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘দাবি আদায়ে আমরা নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি দেব।’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরণী ও চানন্দী ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী এই ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নিয়েছেন।
পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই তাঁরা প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন।
উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীর ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁরা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’
চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘দাবি আদায়ে আমরা নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি দেব।’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরণী ও চানন্দী ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৭ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
২০ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
৪৪ মিনিট আগে