নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে প্রদানের দাবিও জানিয়েছে তারা। কোনো গার্মেন্টসে রানা প্লাজা বা তাজরীনের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টস শিল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। এর জন্য গার্মেন্টস মালিকেরা দায়ী। মালিকদের জিজ্ঞাসা করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাইবোনের জীবন দিতে হলো। তাঁরা তো কাজ করতে এসেছিলেন। কিন্তু তাঁরা আজকে নাই কেন? বায়ারদের জিজ্ঞেস করতে চাই তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখল না কেন।’
রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, তাই শ্রমিক হত্যা বা অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে আমিরুল হক বলেন, ‘মালিকদের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রানা প্লাজার মালিককে শ্রমিক হত্যার দায়ে কেন ফাঁসিতে ঝোলানো হলো না? কারণ এসব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।’
গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে জানিয়ে বক্তারা সমাবেশে আরও জানান, গার্মেন্টস বাংলাদেশের প্রধানতম শিল্প। এখানে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মী কাজ করেন। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব না।
সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রমুখ।

বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে প্রদানের দাবিও জানিয়েছে তারা। কোনো গার্মেন্টসে রানা প্লাজা বা তাজরীনের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টস শিল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। এর জন্য গার্মেন্টস মালিকেরা দায়ী। মালিকদের জিজ্ঞাসা করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাইবোনের জীবন দিতে হলো। তাঁরা তো কাজ করতে এসেছিলেন। কিন্তু তাঁরা আজকে নাই কেন? বায়ারদের জিজ্ঞেস করতে চাই তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখল না কেন।’
রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, তাই শ্রমিক হত্যা বা অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে আমিরুল হক বলেন, ‘মালিকদের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রানা প্লাজার মালিককে শ্রমিক হত্যার দায়ে কেন ফাঁসিতে ঝোলানো হলো না? কারণ এসব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।’
গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে জানিয়ে বক্তারা সমাবেশে আরও জানান, গার্মেন্টস বাংলাদেশের প্রধানতম শিল্প। এখানে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মী কাজ করেন। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব না।
সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রমুখ।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে