নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে প্রদানের দাবিও জানিয়েছে তারা। কোনো গার্মেন্টসে রানা প্লাজা বা তাজরীনের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টস শিল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। এর জন্য গার্মেন্টস মালিকেরা দায়ী। মালিকদের জিজ্ঞাসা করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাইবোনের জীবন দিতে হলো। তাঁরা তো কাজ করতে এসেছিলেন। কিন্তু তাঁরা আজকে নাই কেন? বায়ারদের জিজ্ঞেস করতে চাই তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখল না কেন।’
রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, তাই শ্রমিক হত্যা বা অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে আমিরুল হক বলেন, ‘মালিকদের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রানা প্লাজার মালিককে শ্রমিক হত্যার দায়ে কেন ফাঁসিতে ঝোলানো হলো না? কারণ এসব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।’
গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে জানিয়ে বক্তারা সমাবেশে আরও জানান, গার্মেন্টস বাংলাদেশের প্রধানতম শিল্প। এখানে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মী কাজ করেন। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব না।
সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রমুখ।

বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে প্রদানের দাবিও জানিয়েছে তারা। কোনো গার্মেন্টসে রানা প্লাজা বা তাজরীনের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টস শিল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। এর জন্য গার্মেন্টস মালিকেরা দায়ী। মালিকদের জিজ্ঞাসা করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাইবোনের জীবন দিতে হলো। তাঁরা তো কাজ করতে এসেছিলেন। কিন্তু তাঁরা আজকে নাই কেন? বায়ারদের জিজ্ঞেস করতে চাই তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখল না কেন।’
রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, তাই শ্রমিক হত্যা বা অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে আমিরুল হক বলেন, ‘মালিকদের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রানা প্লাজার মালিককে শ্রমিক হত্যার দায়ে কেন ফাঁসিতে ঝোলানো হলো না? কারণ এসব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।’
গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে জানিয়ে বক্তারা সমাবেশে আরও জানান, গার্মেন্টস বাংলাদেশের প্রধানতম শিল্প। এখানে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মী কাজ করেন। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব না।
সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রমুখ।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে