নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই জহিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জ্যাকবকে সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ দিকে জ্যাকবের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এক যুগ আগে সাবেক সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়।
গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে মামলা করার পর ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতা-কর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। পুলিশ নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। তাঁরা লাঠিপেটা করে ও গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। পরে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
জ্যাকবের মুক্তি চেয়ে মিছিল
এ দিকে জ্যাকবকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী আদালত এলাকায় মিছিল করেন। মিছিলে জ্যাকবের মুক্তি দাবি করা হয়। পরে বিএনপিপন্থী আইনজীবীরা সংঘবদ্ধ হয়ে তাদের তাড়িয়ে দেন।
আদালতে যা বললেন জ্যাকব
রিমান্ড শুনানির একপর্যায়ে জ্যাকব আদালতকে বলেন, ‘আমি ঢাকায় কখনো কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করিনি। যে অভিযোগে মামলা করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে এই মামলায় আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার এলাকা ভোলায় সর্বোচ্চ উন্নয়ন করেছি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম।’

বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই জহিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জ্যাকবকে সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ দিকে জ্যাকবের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এক যুগ আগে সাবেক সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়।
গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে মামলা করার পর ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতা-কর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। পুলিশ নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। তাঁরা লাঠিপেটা করে ও গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। পরে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
জ্যাকবের মুক্তি চেয়ে মিছিল
এ দিকে জ্যাকবকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী আদালত এলাকায় মিছিল করেন। মিছিলে জ্যাকবের মুক্তি দাবি করা হয়। পরে বিএনপিপন্থী আইনজীবীরা সংঘবদ্ধ হয়ে তাদের তাড়িয়ে দেন।
আদালতে যা বললেন জ্যাকব
রিমান্ড শুনানির একপর্যায়ে জ্যাকব আদালতকে বলেন, ‘আমি ঢাকায় কখনো কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করিনি। যে অভিযোগে মামলা করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে এই মামলায় আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার এলাকা ভোলায় সর্বোচ্চ উন্নয়ন করেছি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
২৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
৪০ মিনিট আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে