নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাবেশকে ঘিরে আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ার করে মিরপুর কালশিতে একটি মাঠকে বিকল্প হিসেবে প্রস্তাব দিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ বুধবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পার্টি অফিসের সামনে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ হাজার লোক জমায়েত হতে পারবে। বাকি লোকগুলো পার্টি অফিসের সামনে জায়গা হবে না। তারা ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং অরাজকতা পরিস্থিতি তৈরি করতে পারে। কাজেই পার্টি অফিসের সামনে জনদুর্ভোগ করে বা আইনশৃঙ্খলা বিঘ্ন করে আপনাদের (বিএনপিকে) এখানে অনুমতি দেওয়া যাবে না।
গোলাম ফারুক বলেন, ‘আপনারা (বিএনপি) যে কোনো খোলা মাঠে যেতে পারেন বা যে কোন বিকল্প স্থানের প্রস্তাব দিতে পারেন। সেই বিকল্প প্রস্তাব হিসেবে তাদেরকে বলা হয়, এজতেমা মাঠ আছে। বিশাল জায়গা, সেখানে দশ লক্ষ মানুষের সমাগম করতে পারবেন। এ ছাড়া পূর্বাচল বাণিজ্যমেলার মাঠ আছে সেখানেও করতে পারেন। বিকল্প প্রস্তাবের জন্য অনুরোধ করলে তারা আমাকে বলে, সে ক্ষেত্রে পার্টি অফিসের সামনে যদি আমাদের সমাবেশে সমস্যা হয়। তাহলে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান দেন বিকল্প হিসাবে।’
ডিএমপি কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন, সোহরাওয়ার্দী বা এমন কোনো খোলা জায়গা ছাড়া রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা জনদুর্ভোগ ও জননিরাপত্তা দুইটাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। যে তারা সোহরাওয়ার্দীতে করতে পারে অথবা মিরপুর কালশিতে বড় একটা মাঠ আছে। এখানেও বিএনপি ইতিপূর্বে সমাবেশ করেছে ৷ এ ছাড়া ঢাকার ভেতরে যদি কোনো বড় মাঠ থাকে সেখানেও বিএনপি সমাবেশ করতে পারবে। কিন্তু কোনো মতেই জননিরাপত্তা ও জনদুর্ভোগ করে পার্টি অফিসের সামনে অথবা এ রকম কোন রাস্তার সামনে, যেখানে জনদুর্ভোগ হবে সেরকম কোন স্থানে, আমরা নিরাপত্তার স্বার্থে এই অনুমতি দিতে পারি না।
ডিএমপি কমিশনার হুঁশিয়ার করে বলেন, ‘সুস্পষ্ট করে বলে দিতে চাই, আমরা সোহরাওয়ার্দীতে অনুমতি দিয়েছি আপনারা সেখানে যাবেন। অথবা মিরপুর কালশি আছে সেখানে যাইতে পারেন। এইটা আমার প্রস্তাব অথবা ইজতেমা মাঠে যাইতে পারেন কিংবা পূর্বাচল বাণিজ্যমেলা মাঠে যাইতে পারেন। কিংবা অন্য কোনো মাঠে। না হলে, দশ লক্ষ লোক নিয়ে পল্টনে সমাবেশ করার মতো কোনো জায়গা নেই। কারণ জনদুর্ভোগ ও জননিরাপত্তার দায়িত্ব আমরা নিতে রাজি না। আমি আবারও ওনাদের (বিএনপি) অনুরোধ করছি, সমাবেশ করা আপনাদের রাজনৈতিক অধিকার। আপনারা আইনের মধ্যে থেকেই এই সমাবেশ করবেন। এই আইনের মধ্যে থেকে জনদুর্ভোগ কমায়া, জননিরাপত্তার বিঘ্ন না ঘটায়া আপনারা সমাবেশ করবেন। আমাদের তরফ থেকে সব প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’
এদিকে বিকেল থেকে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসে নেতা-কর্মীদের ধর পাকর ও গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের ব্যাপারে কমিশনারের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘আজ একটি কর্ম দিবস ৷আর বিএনপির সমাবেশ হবে আগামী দশ তারিখ। কিন্তু আজ কেন তারা পার্টি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছে। জনদুর্ভোগ ও জননিরাপত্তার কথা মাথায় রেখে আমরা রাস্তার পরিবেশ স্বাভাবিক করেছি।’

সমাবেশকে ঘিরে আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ার করে মিরপুর কালশিতে একটি মাঠকে বিকল্প হিসেবে প্রস্তাব দিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ বুধবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পার্টি অফিসের সামনে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ হাজার লোক জমায়েত হতে পারবে। বাকি লোকগুলো পার্টি অফিসের সামনে জায়গা হবে না। তারা ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং অরাজকতা পরিস্থিতি তৈরি করতে পারে। কাজেই পার্টি অফিসের সামনে জনদুর্ভোগ করে বা আইনশৃঙ্খলা বিঘ্ন করে আপনাদের (বিএনপিকে) এখানে অনুমতি দেওয়া যাবে না।
গোলাম ফারুক বলেন, ‘আপনারা (বিএনপি) যে কোনো খোলা মাঠে যেতে পারেন বা যে কোন বিকল্প স্থানের প্রস্তাব দিতে পারেন। সেই বিকল্প প্রস্তাব হিসেবে তাদেরকে বলা হয়, এজতেমা মাঠ আছে। বিশাল জায়গা, সেখানে দশ লক্ষ মানুষের সমাগম করতে পারবেন। এ ছাড়া পূর্বাচল বাণিজ্যমেলার মাঠ আছে সেখানেও করতে পারেন। বিকল্প প্রস্তাবের জন্য অনুরোধ করলে তারা আমাকে বলে, সে ক্ষেত্রে পার্টি অফিসের সামনে যদি আমাদের সমাবেশে সমস্যা হয়। তাহলে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান দেন বিকল্প হিসাবে।’
ডিএমপি কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন, সোহরাওয়ার্দী বা এমন কোনো খোলা জায়গা ছাড়া রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা জনদুর্ভোগ ও জননিরাপত্তা দুইটাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। যে তারা সোহরাওয়ার্দীতে করতে পারে অথবা মিরপুর কালশিতে বড় একটা মাঠ আছে। এখানেও বিএনপি ইতিপূর্বে সমাবেশ করেছে ৷ এ ছাড়া ঢাকার ভেতরে যদি কোনো বড় মাঠ থাকে সেখানেও বিএনপি সমাবেশ করতে পারবে। কিন্তু কোনো মতেই জননিরাপত্তা ও জনদুর্ভোগ করে পার্টি অফিসের সামনে অথবা এ রকম কোন রাস্তার সামনে, যেখানে জনদুর্ভোগ হবে সেরকম কোন স্থানে, আমরা নিরাপত্তার স্বার্থে এই অনুমতি দিতে পারি না।
ডিএমপি কমিশনার হুঁশিয়ার করে বলেন, ‘সুস্পষ্ট করে বলে দিতে চাই, আমরা সোহরাওয়ার্দীতে অনুমতি দিয়েছি আপনারা সেখানে যাবেন। অথবা মিরপুর কালশি আছে সেখানে যাইতে পারেন। এইটা আমার প্রস্তাব অথবা ইজতেমা মাঠে যাইতে পারেন কিংবা পূর্বাচল বাণিজ্যমেলা মাঠে যাইতে পারেন। কিংবা অন্য কোনো মাঠে। না হলে, দশ লক্ষ লোক নিয়ে পল্টনে সমাবেশ করার মতো কোনো জায়গা নেই। কারণ জনদুর্ভোগ ও জননিরাপত্তার দায়িত্ব আমরা নিতে রাজি না। আমি আবারও ওনাদের (বিএনপি) অনুরোধ করছি, সমাবেশ করা আপনাদের রাজনৈতিক অধিকার। আপনারা আইনের মধ্যে থেকেই এই সমাবেশ করবেন। এই আইনের মধ্যে থেকে জনদুর্ভোগ কমায়া, জননিরাপত্তার বিঘ্ন না ঘটায়া আপনারা সমাবেশ করবেন। আমাদের তরফ থেকে সব প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’
এদিকে বিকেল থেকে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসে নেতা-কর্মীদের ধর পাকর ও গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের ব্যাপারে কমিশনারের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘আজ একটি কর্ম দিবস ৷আর বিএনপির সমাবেশ হবে আগামী দশ তারিখ। কিন্তু আজ কেন তারা পার্টি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছে। জনদুর্ভোগ ও জননিরাপত্তার কথা মাথায় রেখে আমরা রাস্তার পরিবেশ স্বাভাবিক করেছি।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে