আমানুর রহমান রনি, ঢাকা

বেইলি রোডের আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে অবস্থিতি কাচ্চি ভাই নামে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল চার বন্ধু। তাদের মধ্যে তিন বন্ধু ফিরলেও এখনো খোঁজ মেলেনি অপর বন্ধু নাজমুলের। সন্তানের খোঁজে বাবা নজরুল ইসলাম একবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে খোঁজ করছেন। এখন পর্যন্ত ছেলেকে শনাক্ত করতে পারেননি তিনি।
আজ শুক্রবার সকালে নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করে। বৃহস্পতিবার রাতে তারা চার বন্ধু মিলে বেইলি রোডের কাচ্চি ভাইতে খেতে যায়। সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘তিন বন্ধু রেস্টুরেন্ট থেকে বের হতে পারলেও নাজমুল আটকা পড়ে। তার এক বন্ধু জুনায়েদ ফোন দিয়ে আমাদের জানায়, নাজমুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা ঘটনাস্থলে যাই, সেখানে তাকে খুঁজে পাইনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও তাকে খুঁজছি, কিন্তু পাইনি।’ ছেলের লাশ শনাক্ত না করতে পেরে ঢামেকে জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভয়াবহভাবে পুড়ে যাওয়া তিন পুরুষের মরদেহ আছে। তাদের খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। পুলিশের ধারণা, এই তিন মরদেহের মধ্যে যেকোনো একটি নাজমুলের হতে পারে। তাই নাজমুলের বাবা নজরুল ইসলামের ডিএনএ নমুনা সংরক্ষণ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
ঢাকা মেডিকেলে উপস্থিত সিআইডির ফরেনসিক বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা নজরুল ইসলাম ও অজ্ঞাত মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করেছি। যার সঙ্গে নজরুল ইসলামের ডিএনএ ম্যাচ করবে সেটি তাঁর সন্তান হতে পারে। এর জন্য অপেক্ষা করতে হবে।’

বেইলি রোডের আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে অবস্থিতি কাচ্চি ভাই নামে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল চার বন্ধু। তাদের মধ্যে তিন বন্ধু ফিরলেও এখনো খোঁজ মেলেনি অপর বন্ধু নাজমুলের। সন্তানের খোঁজে বাবা নজরুল ইসলাম একবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে খোঁজ করছেন। এখন পর্যন্ত ছেলেকে শনাক্ত করতে পারেননি তিনি।
আজ শুক্রবার সকালে নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করে। বৃহস্পতিবার রাতে তারা চার বন্ধু মিলে বেইলি রোডের কাচ্চি ভাইতে খেতে যায়। সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘তিন বন্ধু রেস্টুরেন্ট থেকে বের হতে পারলেও নাজমুল আটকা পড়ে। তার এক বন্ধু জুনায়েদ ফোন দিয়ে আমাদের জানায়, নাজমুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা ঘটনাস্থলে যাই, সেখানে তাকে খুঁজে পাইনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও তাকে খুঁজছি, কিন্তু পাইনি।’ ছেলের লাশ শনাক্ত না করতে পেরে ঢামেকে জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভয়াবহভাবে পুড়ে যাওয়া তিন পুরুষের মরদেহ আছে। তাদের খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। পুলিশের ধারণা, এই তিন মরদেহের মধ্যে যেকোনো একটি নাজমুলের হতে পারে। তাই নাজমুলের বাবা নজরুল ইসলামের ডিএনএ নমুনা সংরক্ষণ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
ঢাকা মেডিকেলে উপস্থিত সিআইডির ফরেনসিক বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা নজরুল ইসলাম ও অজ্ঞাত মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করেছি। যার সঙ্গে নজরুল ইসলামের ডিএনএ ম্যাচ করবে সেটি তাঁর সন্তান হতে পারে। এর জন্য অপেক্ষা করতে হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে