নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনে পুলিশকে মনোবলহীন করতে বিএনপি-জামায়াত তাদের টার্গেট করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তাঁর দাবি, বিএনপি-জামায়াত বারবার সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে দেশকে অকার্যকর করার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় পুলিশের কারণে। তাই কোটা সংস্কার আন্দোলনের আড়ালে তাঁরা এবার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পুলিশ সদস্যদের শুধু পিটিয়ে হত্যাই নয়, বাসাবাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের খোঁজা হয়েছে। এখন পুলিশও বাসাবাড়িতে জামায়াত-শিবির-বিএনপি চক্রকে খুঁজছে। যেখানেই পাবে গ্রেপ্তার করে নিয়ে আসবে।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশের এই কর্মকর্তার দাবি, শনির আখড়া এলাকায় দুই পুলিশ সদস্য হত্যার ঘটনায় মাস্টারমাইন্ড ছিলেন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা। ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুদসহ তাঁর আরও পাঁচ সহকারীকে গ্রেপ্তার করে। অন্যরা হলেন ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেক।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তাঁরা জানতে পেরেছেন, গ্রেপ্তার থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেকসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যাত্রাবাড়ীর রায়েরবাগে অবস্থান করে। এ ছাড়া মাসুদ রানার উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইরফান ও বক্কর আরও কয়েকটি দল নিয়ে এসে তাঁর সঙ্গে যোগ দেন। মাসুদ রানার নেতৃত্বে তাঁরা রায়েরবাগ-শনির আখড়া এলাকায় অগ্নিসংযোগ এবং মসজিদের মাইকে গুজব ছড়ানো, থানা আক্রমণ এবং পুলিশ হত্যায় সক্রিয় অংশগ্রহণ করেন।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশকে মনোবলহীন করতে বিএনপি-জামায়াত তাদের টার্গেট করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তাঁর দাবি, বিএনপি-জামায়াত বারবার সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে দেশকে অকার্যকর করার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় পুলিশের কারণে। তাই কোটা সংস্কার আন্দোলনের আড়ালে তাঁরা এবার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পুলিশ সদস্যদের শুধু পিটিয়ে হত্যাই নয়, বাসাবাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের খোঁজা হয়েছে। এখন পুলিশও বাসাবাড়িতে জামায়াত-শিবির-বিএনপি চক্রকে খুঁজছে। যেখানেই পাবে গ্রেপ্তার করে নিয়ে আসবে।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশের এই কর্মকর্তার দাবি, শনির আখড়া এলাকায় দুই পুলিশ সদস্য হত্যার ঘটনায় মাস্টারমাইন্ড ছিলেন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা। ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুদসহ তাঁর আরও পাঁচ সহকারীকে গ্রেপ্তার করে। অন্যরা হলেন ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেক।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তাঁরা জানতে পেরেছেন, গ্রেপ্তার থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেকসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যাত্রাবাড়ীর রায়েরবাগে অবস্থান করে। এ ছাড়া মাসুদ রানার উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইরফান ও বক্কর আরও কয়েকটি দল নিয়ে এসে তাঁর সঙ্গে যোগ দেন। মাসুদ রানার নেতৃত্বে তাঁরা রায়েরবাগ-শনির আখড়া এলাকায় অগ্নিসংযোগ এবং মসজিদের মাইকে গুজব ছড়ানো, থানা আক্রমণ এবং পুলিশ হত্যায় সক্রিয় অংশগ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে