সাভার (ঢাকা) প্রতিনিধি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সরকার সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের পর আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। পরে ওই কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হয়। পরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ বুধবার সকালে আশুলিয়ায় শ্রমিকেরা কারখানায় যান এবং অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। এসব কারখানার মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা নিজে থেকেই বের হয়ে যান এবং কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আশুলিয়ার জামগড়া এলাকার পোশাকশ্রমিক সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন বাড়াতে হবে। এই বেতনে আমরা কাজ করব না। যদি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, আমরা কাজ করব—নইলে আমরা কাজ করব না। সকাল থেকে আমরা বসে ছিলাম কোনো কাজ করি নাই।’
ফরিদ নামে আরেক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি হেলপারের বেতন বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করেছে। আমি অপারেটর পদে চাকরি করি, আমার বেতন কত বাড়ল জানি না। বসেছিলাম, কাজ ধরি নাই।’
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় সকালে শ্রমিকেরা এলেও অধিকাংশ ফ্লোরে কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে কিছু শ্রমিক বাইরে বের হয়ে কারখানা চত্বরে জড়ো হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানা থেকে চলে যান। এর কিছুক্ষণ পর ওই এলাকায় শ্রমিকেরা কারখানার সামনের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে নরসিংহপুর এলাকার বিভিন্ন স্থানে আবারও জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পুলিশ আবার তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। কিছু কিছু কারখানা ছুটি দেওয়া হলে শ্রমিকেরা বের হয়ে যান। কিছু শ্রমিক সড়কে জড়ো হতে চাইলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১০-১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।’
এদিকে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আশুলিয়ার শ্রমিক সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিনন্দন জানানোর এ আয়োজন করা হয়। এ সময় সাভার-আশুলিয়ার বেশ কিছু শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
পোশাকশ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান ব্যয় কমাতে রেশন সুবিধা দিতে হবে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমরা রেশনের দাবি জানিয়েছি। আমরা আহ্বান করছি, যেন বাড়ি ভাড়া আইন কার্যকর করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা হয়।’

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সরকার সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের পর আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। পরে ওই কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হয়। পরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ বুধবার সকালে আশুলিয়ায় শ্রমিকেরা কারখানায় যান এবং অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। এসব কারখানার মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা নিজে থেকেই বের হয়ে যান এবং কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আশুলিয়ার জামগড়া এলাকার পোশাকশ্রমিক সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন বাড়াতে হবে। এই বেতনে আমরা কাজ করব না। যদি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, আমরা কাজ করব—নইলে আমরা কাজ করব না। সকাল থেকে আমরা বসে ছিলাম কোনো কাজ করি নাই।’
ফরিদ নামে আরেক শ্রমিক বলেন, ‘আমাদের দাবি হেলপারের বেতন বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করেছে। আমি অপারেটর পদে চাকরি করি, আমার বেতন কত বাড়ল জানি না। বসেছিলাম, কাজ ধরি নাই।’
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় সকালে শ্রমিকেরা এলেও অধিকাংশ ফ্লোরে কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে কিছু শ্রমিক বাইরে বের হয়ে কারখানা চত্বরে জড়ো হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানা থেকে চলে যান। এর কিছুক্ষণ পর ওই এলাকায় শ্রমিকেরা কারখানার সামনের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে নরসিংহপুর এলাকার বিভিন্ন স্থানে আবারও জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পুলিশ আবার তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, ‘শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। কিছু কিছু কারখানা ছুটি দেওয়া হলে শ্রমিকেরা বের হয়ে যান। কিছু শ্রমিক সড়কে জড়ো হতে চাইলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১০-১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।’
এদিকে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আশুলিয়ার শ্রমিক সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিনন্দন জানানোর এ আয়োজন করা হয়। এ সময় সাভার-আশুলিয়ার বেশ কিছু শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
পোশাকশ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান ব্যয় কমাতে রেশন সুবিধা দিতে হবে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমরা রেশনের দাবি জানিয়েছি। আমরা আহ্বান করছি, যেন বাড়ি ভাড়া আইন কার্যকর করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা হয়।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে