
মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে মো. সাগর চৌধুরীকে সভাপতি এবং শেখ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
২০০২ সালে ফরিদুর রহমানকে সভাপতি এবং দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি আমিনুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। এরপর কামাল হোসেন-ফয়সাল আহমেদ সেতুর কমিটি এবং মাসুদুর রহমান ও রাজিবুল হাসানের কমিটি বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ইতিবাচক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ‘হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সব কমিটি সম্মেলনের মাধ্যমে নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বাড়বে বলে আশা করছি।’
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, ‘গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবেন।’
সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, ‘আমি আর আমার সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরও বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।’
এ দিকে আসিফ বিশ্বাসকে আহ্বায়ক এবং রাজিবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গালা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ ছাড়া কাজী শিহাবকে সভাপতি এবং কাজী ফাগুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৩ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৩ মিনিট আগে