নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।
ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা।
এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি।
এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।

রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।
এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা।
অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।
ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা।
এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি।
এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
৮ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে