নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুপুরে ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ জানুয়ারি মিরপুরের সাগর হত্যা মামলায় ডা. এনামুরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে ২৬ জানুয়ারি দিবাগত রাতে এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করা হয়। পরে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি এনামুর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুপুরে ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ জানুয়ারি মিরপুরের সাগর হত্যা মামলায় ডা. এনামুরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে ২৬ জানুয়ারি দিবাগত রাতে এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করা হয়। পরে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি এনামুর।
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার...
৬ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারিল্যা বটতলা বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৩০ লাখ টাকার মালপত্র ভস্মীভূত হয়েছে।
৬ ঘণ্টা আগেসুন্দরবন দিবস উপলক্ষে আজ শুক্রবার বাগেরহাটের মোংলায় বাঁচাও সুন্দরবন শীর্ষক শোভাযাত্রা শেষে পৌরসভা চত্বরে সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, বনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং বন্যপ্রাণী অপরাধ দমন করতে পারলে সুন্দরবন ভালো থাকবে। কোনো ধরনের বৈজ্ঞানিক গবেষণা ছাড়াই সুন্দরবনের চারপাশে শিল্পকারখানা...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জে মাটি আনতে গিয়ে টিলা ধসে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপু। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে...
৭ ঘণ্টা আগে