Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান রিমান্ড শেষে কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

দুপুরে ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ জানুয়ারি মিরপুরের সাগর হত্যা মামলায় ডা. এনামুরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ২৬ জানুয়ারি দিবাগত রাতে এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করা হয়। পরে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি এনামুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত