উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় তাঁরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান। আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ মিছিল করেন।
দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডে মিছিল শেষে তাঁরা পুনরায় চালাবন এসে জমায়েত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিক্ষোভ সমাপ্ত হয়। পরে শ্রমিকেরা উত্তরা ডিসি অফিসে স্মারকলিপি জমা দেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। বাড়িভাড়াও বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও তাঁদের বেতন বৃদ্ধি হয় না। তাঁদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে দু’বেলা দু’মুঠো ডাল-ভাত খাওয়াও মুশকিল হয়ে গেছে। তাই। বাধ্য হয়ে ড্যাজলিং ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের বিক্ষোভ মিছিলে আশপাশের দক্ষিণখান ও উত্তরখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও অংশগ্রহণ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ড্যাজলিং ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা গার্মেন্টসের বাইরে চলে এসেছিল। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পুলিশ সব সময় তাদের পাশে ছিলাম।’
ওসি সিদ্দিক আরও বলেন, ‘শ্রমিকদের একটি প্রতিনিধি দল আমাদের ডিসি স্যারের অফিসে গিয়ে কথা বলেছেন। একদিকে সরকারিভাবেও বেতন বৃদ্ধির কথা চলছে বলেও শুনেছি। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বাস্তবায়ন হবে।’

রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় তাঁরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান। আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও অন্যান্য গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ মিছিল করেন।
দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডে মিছিল শেষে তাঁরা পুনরায় চালাবন এসে জমায়েত হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বিক্ষোভ সমাপ্ত হয়। পরে শ্রমিকেরা উত্তরা ডিসি অফিসে স্মারকলিপি জমা দেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। বাড়িভাড়াও বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও তাঁদের বেতন বৃদ্ধি হয় না। তাঁদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে দু’বেলা দু’মুঠো ডাল-ভাত খাওয়াও মুশকিল হয়ে গেছে। তাই। বাধ্য হয়ে ড্যাজলিং ড্রেসেস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকদের বিক্ষোভ মিছিলে আশপাশের দক্ষিণখান ও উত্তরখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও অংশগ্রহণ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানান।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ড্যাজলিং ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা গার্মেন্টসের বাইরে চলে এসেছিল। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পুলিশ সব সময় তাদের পাশে ছিলাম।’
ওসি সিদ্দিক আরও বলেন, ‘শ্রমিকদের একটি প্রতিনিধি দল আমাদের ডিসি স্যারের অফিসে গিয়ে কথা বলেছেন। একদিকে সরকারিভাবেও বেতন বৃদ্ধির কথা চলছে বলেও শুনেছি। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বাস্তবায়ন হবে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে