প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাজীরহাট বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষ জাজিরা থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারী ৪৬ নং দক্ষিণ ডুবলদিয়া মৌজায় হাতেম আলী ব্যাপারীর কাছ থেকে শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হকের পূর্বে ক্রয়কৃত ৩৬ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি নিয়েই দুই পক্ষের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
গতকাল শনিবার সকাল ১০.০০টায় আবদুল আলীম ব্যাপারীর লোকজন উক্ত জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ফজলুল হক টেপার লোকজন বাঁধা দেয়। ফলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বেঁধে যায়। উক্ত সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ প্রায় ২০ জন আহত হয়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারীর পক্ষের জাজিরা থানার অভিযোগ সূত্রে জানা যায়, তাঁরা জমিটি ক্রয় করা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে দেয়াল তুলতে গেলে তাঁদেরকে বাঁধা দেওয়া হয়। যা নিয়ে গত কিছুদিন আগে বর্তমান সাংসদ একটি সালিসি-বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা করে। পরে পুনরায় দেয়াল তুলতে গেলে বাঁধা দেওয়ার এই সংঘর্ষ বাঁধে।
এ বিষয়ে ফজলুল হক টেপা আজকের পত্রিকাকে জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারী দক্ষিণ ডুবলদিয়া মৌজায় ৩৬ শতাংশ জমি ক্রয় করে। দীর্ঘদিন যাবৎ সেখানে থাকা চারপাশের অন্যান্য জমি বাড়িয়ে আমাদের অনেকগুলো জমিসহ প্রায় ৫১ শতাংশ জমি সে জোড়পূর্বক দখল করে আসছে। পুনরায় উক্ত জমি দখল করতে আসলে এই সংঘর্ষ বাঁধে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি শুধু তাঁর দুজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন বলে জানান। বিস্তারিত জানার জন্য থানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

শরীয়তপুরের জাজিরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাজীরহাট বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষ জাজিরা থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারী ৪৬ নং দক্ষিণ ডুবলদিয়া মৌজায় হাতেম আলী ব্যাপারীর কাছ থেকে শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হকের পূর্বে ক্রয়কৃত ৩৬ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি নিয়েই দুই পক্ষের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
গতকাল শনিবার সকাল ১০.০০টায় আবদুল আলীম ব্যাপারীর লোকজন উক্ত জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ফজলুল হক টেপার লোকজন বাঁধা দেয়। ফলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বেঁধে যায়। উক্ত সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ প্রায় ২০ জন আহত হয়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারীর পক্ষের জাজিরা থানার অভিযোগ সূত্রে জানা যায়, তাঁরা জমিটি ক্রয় করা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে দেয়াল তুলতে গেলে তাঁদেরকে বাঁধা দেওয়া হয়। যা নিয়ে গত কিছুদিন আগে বর্তমান সাংসদ একটি সালিসি-বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা করে। পরে পুনরায় দেয়াল তুলতে গেলে বাঁধা দেওয়ার এই সংঘর্ষ বাঁধে।
এ বিষয়ে ফজলুল হক টেপা আজকের পত্রিকাকে জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আলীম ব্যাপারী দক্ষিণ ডুবলদিয়া মৌজায় ৩৬ শতাংশ জমি ক্রয় করে। দীর্ঘদিন যাবৎ সেখানে থাকা চারপাশের অন্যান্য জমি বাড়িয়ে আমাদের অনেকগুলো জমিসহ প্রায় ৫১ শতাংশ জমি সে জোড়পূর্বক দখল করে আসছে। পুনরায় উক্ত জমি দখল করতে আসলে এই সংঘর্ষ বাঁধে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি শুধু তাঁর দুজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন বলে জানান। বিস্তারিত জানার জন্য থানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
১৬ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে