ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মণ্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
মৃত আকবর আলী মণ্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসে। মিরপুর-১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলায় একটি কক্ষে ওঠেন তাঁরা। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান।
তিনি আরও বলেন, ‘আকবর আলী মণ্ডল এলাকায় কৃষিকাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সব ধরনের সাহায্য করত তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে এসে মিরপুর ১০ নম্বর সেকশন ওই আবাসিক হোটেলে উঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।

রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আকবর আলীর বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কোপরা গ্রামে। বাবার নাম আমির উদ্দিন মণ্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
মৃত আকবর আলী মণ্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে আসে। মিরপুর-১০ নম্বর নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের তিন তলায় একটি কক্ষে ওঠেন তাঁরা। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান।
তিনি আরও বলেন, ‘আকবর আলী মণ্ডল এলাকায় কৃষিকাজ করতেন। ভারতে আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সব ধরনের সাহায্য করত তারা। সেই সূত্রে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে এসে মিরপুর ১০ নম্বর সেকশন ওই আবাসিক হোটেলে উঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তিকে বন্ধুরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, হোটেলের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় জানানো হয়েছে।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে