
‘অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আগামীকাল বিএনপির সঙ্গে আপনার সংলাপ অনুষ্ঠিত হবে। আশা করি, এই সংলাপের পর আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’
আজ রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র থাকলে পালাতে হয় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না। যেমন আমার নেত্রী বেগম খালেদা জিয়া পালাননি। ১/১১-এর সময় তাঁর ওপরে চাপ ছিল। তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি দেশ ছেড়ে চলে যাননি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা মানুষের ভোটাধিকারে বিশ্বাস করতেন না। দেশে সুষ্ঠু ভোট হলে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে হয়তো নির্বাচিত হতে পারতেন না। আমি তাঁকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, আপনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন, ভোটের সেই মুড়িগুলো দেখান। যদি দেখাতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে আপনার গোলামি করব। আর যদি না দেখাতে পারেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীর পথ থেকে সরে গিয়ে দেশকে বাঁচান। তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না। কোটালীপাড়া-টুঙ্গিপাড়া এলাকায় ওনার যাঁরা চামচা ছিলেন, যাঁরা নেতা-কর্মী ছিলেন, তাঁরা ভোটের বাক্স ভরে দিয়েছেন। এটা কি নির্বাচন হলো? এটা কি গণতন্ত্র হলো? বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই আজকের এই সম্মেলনে সব নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চাই।’
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফায়েকুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদার প্রমুখ।

যশোরের মনিরামপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে যানজট সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়
২ মিনিট আগে
জামায়াতের চোখ ফোটাল বিএনপি, এমপি থেকে মন্ত্রীও বানানো হয়েছিল, এখন তারাই আবার বিএনপিকে ভয় দেখায়। এরা আওয়ামী লীগের চেয়েও বেশি ভয়ংকর।
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতির স্মরণে নির্মিত ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণটি ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মীরা এক্সকাভেটর দিয়ে তোরণটি ভেঙে ফেলেন।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে অপহরণের শিকার গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর একটি ঘর থেকে শিকল বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।
১ ঘণ্টা আগে