নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে ৷ এই ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৩০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মোহাম্মদ তাজুল বলেছেন, ৫ তলায় একটি কম্পিউটার দোকানে আগুন লাগে। ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন সেই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। হতাহত নেই। ছয় জনকে সেই ফ্লোর থেকে উদ্ধার করা গেছে। আগুন লাগার পর ফায়ার স্টিংগার ছিল ব্যবহার হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমনপথ পর্যাপ্ত ছিল না।
অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে ৷ দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে ৷
প্রত্যক্ষদর্শী ও ভবনের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে ৷ এই ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৩০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মোহাম্মদ তাজুল বলেছেন, ৫ তলায় একটি কম্পিউটার দোকানে আগুন লাগে। ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন সেই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। হতাহত নেই। ছয় জনকে সেই ফ্লোর থেকে উদ্ধার করা গেছে। আগুন লাগার পর ফায়ার স্টিংগার ছিল ব্যবহার হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমনপথ পর্যাপ্ত ছিল না।
অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে ৷ দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে ৷
প্রত্যক্ষদর্শী ও ভবনের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৬ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে