মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বয়রাগাদী ইউনিয়নে দুটি কালভার্ট নির্মিত হলেও সংযোগ সড়কে মাটি না থাকায় চলাচলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। দুই পাশে মাটি না থাকায় যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। গর্ত আর ধসে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।
জানা গেছে, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের হাজিবাড়ী মসজিদসংলগ্ন খালের ওপর এবং বয়রাগাদী-মালখানগর সড়কের খালের ওপর দুটি ১৫ মিটার দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ করা হয় ২০২১-২২ অর্থবছরে। প্রতিটির ব্যয় ধরা হয় ৮৯ লাখ ২৭ হাজার ৭৫৭ টাকা। প্রকল্প বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স জোনায়েদ এন্টারপ্রাইজ।
কালভার্ট দুটি নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংযোগ সড়ক পাকা হয়নি। এমনকি প্রয়োজনীয় মাটিও দেওয়া হয়নি। বৃষ্টিতে মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুতে উঠতে গিয়ে হেলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখে পড়ছে যানবাহন ও যাত্রীরা। অটোরিকশাচালক আওয়াল শেখ বলেন, ‘কালভার্ট আছে, কিন্তু রাস্তা নেই। এই অবস্থায় চলাচল করা খুব বিপজ্জনক। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাই।’ আরেক চালক মো. রুবেল বলেন, ‘সেতুতে উঠতে গিয়ে গাড়ি কাত হয়ে যায়। যাত্রীরা ভয় পায়। বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ স্থানীয় বাসিন্দা আল মাহমুদ বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে কালভার্ট করেছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় তা পুরোপুরি কাজে আসছে না।’
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘নির্মাণের পর থেকে সংযোগ সড়ক পাকা হয়নি। বর্ষায় মাটি সরে গিয়ে জনগণ দুর্ভোগে পড়ে। আমি একাধিকবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি। তারা কাজ করবে বলে জানিয়েছে। আবারও জানাব।’
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ‘যে ঠিকাদার কাজ করেছেন, তাঁর জামানতের অর্থ এখনো পরিশোধ করা হয়নি। তাঁকে বলা হয়েছে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করতে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বয়রাগাদী ইউনিয়নে দুটি কালভার্ট নির্মিত হলেও সংযোগ সড়কে মাটি না থাকায় চলাচলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। দুই পাশে মাটি না থাকায় যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। গর্ত আর ধসে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।
জানা গেছে, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের হাজিবাড়ী মসজিদসংলগ্ন খালের ওপর এবং বয়রাগাদী-মালখানগর সড়কের খালের ওপর দুটি ১৫ মিটার দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ করা হয় ২০২১-২২ অর্থবছরে। প্রতিটির ব্যয় ধরা হয় ৮৯ লাখ ২৭ হাজার ৭৫৭ টাকা। প্রকল্প বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স জোনায়েদ এন্টারপ্রাইজ।
কালভার্ট দুটি নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংযোগ সড়ক পাকা হয়নি। এমনকি প্রয়োজনীয় মাটিও দেওয়া হয়নি। বৃষ্টিতে মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুতে উঠতে গিয়ে হেলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখে পড়ছে যানবাহন ও যাত্রীরা। অটোরিকশাচালক আওয়াল শেখ বলেন, ‘কালভার্ট আছে, কিন্তু রাস্তা নেই। এই অবস্থায় চলাচল করা খুব বিপজ্জনক। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাই।’ আরেক চালক মো. রুবেল বলেন, ‘সেতুতে উঠতে গিয়ে গাড়ি কাত হয়ে যায়। যাত্রীরা ভয় পায়। বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ স্থানীয় বাসিন্দা আল মাহমুদ বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে কালভার্ট করেছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় তা পুরোপুরি কাজে আসছে না।’
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘নির্মাণের পর থেকে সংযোগ সড়ক পাকা হয়নি। বর্ষায় মাটি সরে গিয়ে জনগণ দুর্ভোগে পড়ে। আমি একাধিকবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি। তারা কাজ করবে বলে জানিয়েছে। আবারও জানাব।’
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ‘যে ঠিকাদার কাজ করেছেন, তাঁর জামানতের অর্থ এখনো পরিশোধ করা হয়নি। তাঁকে বলা হয়েছে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করতে।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে