নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।
ঢাকার ধামরাইয়ে সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার কুমরাইলে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আসিফ হোসেন (২৪) ও তাঁর স্ত্রী শান্তা আক্তার (২১)। আসিফ দম্পতি কুমড়াইলের কুববাত হোসেনের মালিকানাধীন দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। আসিফ পেশায় রিকশাচালক এবং তাঁর স্ত্রী একটি কারখানায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে আসিফের স্ত্রী শান্তা রান্না করার জন্য দেশলাই কাঠি জ্বালান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। এতে মালামাল পুড়ে যাওয়াসহ তাঁরা দগ্ধ হন। পাশের ভাড়াটিয়াদের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
আশরাফ হোসেন নামের স্থানীয় একজন বলেন, বিকট শব্দ শুনে তাঁরা ওই বাসায় যান। এ সময় আসিফ-শান্তা দম্পতির কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শান্তা কক্ষ থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মাথার চুল ও শরীরের বিভিন্ন অংশ পোড়া ছিল। আসিফের শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, তিতাসের সংযোগ থাকলেও গ্যাস স্বল্পতার কারণে আসিফ তাঁর বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। দিনে কোনো একসময় রান্নার পর চুলা ভালো করে বন্ধ করা হয়নি। এ কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাতে রান্নার জন্য দেশলাই কাঠি জ্বালানোর পর প্রচণ্ড শব্দে আগুন ধরে যায়। এ সময় কক্ষের ভেতরে থাকা আসিফ-শান্তা দম্পতি দগ্ধ হন।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৪ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে