নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিনটি ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (এইউএসটি) নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জড়িত। এ ঘটনায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে ডিবি।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৬ নভেম্বর পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে। এই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাসহ প্রশ্ন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ১৪ নভেম্বরের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে তাদের। চিঠির জবাব পাওয়ার পরেই অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনটি ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা দুটি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (এইউএসটি) নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জড়িত। এ ঘটনায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে ডিবি।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৬ নভেম্বর পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে। এই পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাসহ প্রশ্ন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। ১৪ নভেম্বরের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে তাদের। চিঠির জবাব পাওয়ার পরেই অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৯ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
৩০ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে