ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।
সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’
এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।
ফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এমনকি স্থানীয় সাংবাদিকদের সেখানে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
আহত ব্যক্তিরা হলেন বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়ার রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
আশপাশের বাসিন্দারা জানান, জুট মিলের ভেতরে ব্যাটারির কারখানা থেকে বড় ধরনের আওয়াজ পান তাঁরা। একই সঙ্গে ধোঁয়া দেখতে পান। তবে ভেতরে প্রবেশ না করার কারণে জানতে পারেননি ক্ষতির ধরন।
সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মো. আকাশ হোসেন জানান, তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তির তালিকায় আহতদের দেওয়া মোবাইল নম্বরে কল দিলে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি কল ধরেন। তিনি আলতু খান জুট মিলের এজিএম পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা কী বলেন, কী আবোলতাবোল শুনেছেন, ওইখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ কথা বলেই ফোন কেটে দেন।’
এ বিষয়ে জানতে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলামকে কল দেওয়া হলে তিনি জানান, বিষয়টি তাঁদের জানানো হয়নি। এমনকি তাঁরা কিছু জানেন না।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
২১ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগে