আজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে রীতিমতো ব্যর্থ পুলিশ। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নিয়মিত অভিযান পরিচালনা করে। চেকপোস্ট করে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। এরপরও কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রিমিনাল ডেটাবেইস পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাইকারী চক্রের নাম শনাক্ত করে অভিযান চলমান।
ছিনতাইকারী গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে ডিবির এই কর্মকর্তা বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন এবং ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন মাসেই ৮১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, ‘ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম চলমান। আশা করি, গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাব।’

ঢাকায় প্রতিদিন কোনো না কোনো এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে রীতিমতো ব্যর্থ পুলিশ। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত তিন মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নিয়মিত অভিযান পরিচালনা করে। চেকপোস্ট করে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। এরপরও কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রিমিনাল ডেটাবেইস পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাইকারী চক্রের নাম শনাক্ত করে অভিযান চলমান।
ছিনতাইকারী গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে ডিবির এই কর্মকর্তা বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন এবং ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন মাসেই ৮১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, ‘ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম চলমান। আশা করি, গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাব।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৯ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে