নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম।
অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন।
একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’
শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’
আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম।
অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন।
একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’
শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’
আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে