মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে একটি বিদ্যালয়ের দুই শিক্ষিকা ও ৩০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের পাঁচজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার উপজেলার চালাকচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবারও একইভাবে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আজকেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আতঙ্কে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এদিকে এ ঘটনার পর বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে সেখানে বৃহস্পতিবারের মতো একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে। তাদের কারও মাথা ঝিমঝিম করে, কেউ কেউ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে মাত্র দুজন ছেলে, বাকি সব শিক্ষার্থীই মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিন নামের ওই বিদ্যালয়ের দুই শিক্ষক অসুস্থ হন। তবে তাঁরাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছেন। অভিভাবকেরা তাঁদের বাড়ি নিয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ তিন চিকিৎসক ও পাঁচ সেবিকাসহ ঘটনাস্থলে উপস্থিত হন। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো মায়িশা (১৪), তামান্না (১৪), ঊর্মী (১৩), জ্যোতি (১৫) ও জোনাকী (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন বলেন, ‘আজ সকালে জাতীয় সংগীত গেয়ে শ্রেণিকক্ষে প্রবেশের পরই একে একে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়।’
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে বাড়ি থেকে নাশতা খেয়ে আসতে পারেনি সে। অ্যাসেম্বলি করার সময়েই খারাপ লাগছিল তার। পরে দ্বিতীয় ক্লাসে মাথা ঘুরে পড়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘মাস হিস্টিরিয়া’ নামে একটি রোগ আছে; যা আবহাওয়া পরিবর্তন ও মানসিক কারণে হয়ে থাকে। এ ধরনের রোগ হলে মেয়েরা সাধারণত হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায়।
মনোহরদীর ইউএনও মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি থেকে সকালের নাশতা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নরসিংদীর মনোহরদীতে একটি বিদ্যালয়ের দুই শিক্ষিকা ও ৩০ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের পাঁচজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার উপজেলার চালাকচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবারও একইভাবে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আজকেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া আতঙ্কে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এদিকে এ ঘটনার পর বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘটনার কারণ উদ্ঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে সেখানে বৃহস্পতিবারের মতো একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে। তাদের কারও মাথা ঝিমঝিম করে, কেউ কেউ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে মাত্র দুজন ছেলে, বাকি সব শিক্ষার্থীই মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিন নামের ওই বিদ্যালয়ের দুই শিক্ষক অসুস্থ হন। তবে তাঁরাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছেন। অভিভাবকেরা তাঁদের বাড়ি নিয়ে গেছেন।
ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ তিন চিকিৎসক ও পাঁচ সেবিকাসহ ঘটনাস্থলে উপস্থিত হন। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো মায়িশা (১৪), তামান্না (১৪), ঊর্মী (১৩), জ্যোতি (১৫) ও জোনাকী (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন বলেন, ‘আজ সকালে জাতীয় সংগীত গেয়ে শ্রেণিকক্ষে প্রবেশের পরই একে একে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়।’
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে বাড়ি থেকে নাশতা খেয়ে আসতে পারেনি সে। অ্যাসেম্বলি করার সময়েই খারাপ লাগছিল তার। পরে দ্বিতীয় ক্লাসে মাথা ঘুরে পড়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘মাস হিস্টিরিয়া’ নামে একটি রোগ আছে; যা আবহাওয়া পরিবর্তন ও মানসিক কারণে হয়ে থাকে। এ ধরনের রোগ হলে মেয়েরা সাধারণত হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যায়।
মনোহরদীর ইউএনও মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি থেকে সকালের নাশতা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
২ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
২ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে