নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশ থেকে জাহাজ আমদানির নামে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার চার্জশিট অনুমোদন করে কমিশন। শিগগিরই চার্জশিটটি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আনামিরা হলেন বিভিন্ন ব্যাংক থেকে কয়ক শ কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
অভিযোগপত্র থেকে জানা যায়, মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য মোহাম্মদ মিজানুর রহমান শাহীন অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্বপাড় করপোরেট শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির বিপরীতে মোট ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা ঋণ নেন।
ব্যাংকটির একই শাখা থেকে মিজানুর রহমানের ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলন ব্যাংকের একই শাখা থেকে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণ নেন।
২০১৮ সালের ২৪ মে অর্থ আত্মসাতের এই ঘটনায় মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন এবং তাঁর ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনের নামে মামলা করে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা করেন।
২০১৯ সালে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, জাহাজ আমদানির নামে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক শ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দেশ ছাড়েন মিশম্যাক শিপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন

বিদেশ থেকে জাহাজ আমদানির নামে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার চার্জশিট অনুমোদন করে কমিশন। শিগগিরই চার্জশিটটি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আনামিরা হলেন বিভিন্ন ব্যাংক থেকে কয়ক শ কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
অভিযোগপত্র থেকে জানা যায়, মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য মোহাম্মদ মিজানুর রহমান শাহীন অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্বপাড় করপোরেট শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির বিপরীতে মোট ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা ঋণ নেন।
ব্যাংকটির একই শাখা থেকে মিজানুর রহমানের ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলন ব্যাংকের একই শাখা থেকে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণ নেন।
২০১৮ সালের ২৪ মে অর্থ আত্মসাতের এই ঘটনায় মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন এবং তাঁর ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনের নামে মামলা করে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা করেন।
২০১৯ সালে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, জাহাজ আমদানির নামে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক শ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দেশ ছাড়েন মিশম্যাক শিপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে