নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট ও হাওর অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের। দুর্মূল্যের বাজারে সবজিও চলে যাচ্ছে নাগালের বাইরে। কারওয়ান বাজারে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও স্থানীয় বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।
আজ শুক্রবার দুপুরে কারওয়ান বাজার, খিলগাঁও বাজার ও ফকিরাপুল বাজার ঘুরে সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার থেকে স্থানীয় বাজারগুলোতে সবজিভেদে ১০ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কিছু সবজির ক্ষেত্রে এটি ২০ থেকে ২৫ টাকা। আরও দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে সবজিভেদে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে ২০ টাকা কেজি বিক্রি হওয়া ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকায়। স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে ৫০ টাকা। প্রতি কেজি ৩০ টাকার চিচিঙ্গা এই সপ্তাহে কারওয়ান বাজারে ৪০ টাকা এবং স্থানীয় বাজারে ৫০ টাকা। ঈদের পর ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দুই সপ্তাহ আগে পটলের দাম ছিল ২৫ টাকা কেজি। এখন এটি কারওয়ান বাজারে ৪০ টাকা এবং স্থানীয় বাজারে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
করলার দাম অপরিবর্তিত রয়েছে। দুই সপ্তাহ আগে কারওয়ান বাজারে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া করলা স্থানীয় বাজারগুলোতে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকা কেজি টমেটোর দাম কারওয়ান বাজারে এখন ৫০ টাকা হলেও স্থানীয় বাজারগুলোতে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। কিছুটা বেড়েছে লাউয়ের দামও। দুই সপ্তাহ আগে কারওয়ান বাজারে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউ এখন ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় বাজারগুলোতে লাউয়ের দাম প্রতি পিছ ৬০ থেকে ৭০ টাকা।
রমজানের পর বেগুনের দাম কমে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হলেও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে এখন বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। স্থানীয় বাজারে বেগুনের দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও মাত্র ২০ টাকা কেজি শসা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা। মরিচের দাম অপরিবর্তিত রয়েছে। মরিচের কেজি কারওয়ান বাজারে ৭০ টাকা তবে স্থানীয় বাজারে মরিচ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপের দাম কিছুটা কমে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দুই সপ্তাহ আগে পেঁপের দাম ছিল ৮০ টাকা কেজি। তবে স্থানীয় বাজারে পেঁপে প্রতি কেজি ৬০ টাকা। গাজরের দাম কারওয়ান বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা। বাজারে ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে না। কারওয়ান বাজারে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া কাকড়ল স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ ছাড়াও কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, লতি ৪০ টাকায়।
সবজির দাম কেন এমন প্রশ্নে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রবিউল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট অঞ্চলে বন্যা হইছে, হাওরে পানি উঠে অনেক সবজি নষ্ট হইছে। এই কারণে সবজির দাম বাড়তি। পর্যাপ্ত সবজি কিনতে পারতেছি না। অন্য সময় দোকানে সবজি ভরা থাকে, এখন দেখেন কি অবস্থা, সবজি নাই বললেই চলে।’
আরেক ব্যবসায়ী মো. মনির হোসেন সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে পরিবহন ব্যয় কথা বলছেন। তিনি বলেন, ‘তেলের দাম বাড়ছে, আরও অন্যান্য সবকিছুর দাম বাড়ার কারণে সবজি পরিবহন ব্যয় বাড়ছে। গাড়ি ভাড়া প্রায় ডাবল হয়ে গেছে। পরিবহনের এরাও সিন্ডিকেট করে রাখে। কমে আনার কোন সুযোগ নাই।’
প্রতি সপ্তাহের শুক্রবারে কারওয়ান বাজারে সপ্তাহের বাজার করতে আসেন মগবাজার এলাকার বাসিন্দা রুহুল আমিন কুদ্দুস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাইরের সবজির ব্যয় বেড়ে গেছে। বাজারেও সবকিছুর দাম বাড়ছে। দুই সপ্তাহ আগেও সবজির দাম একটু কম ছিল। এখন আবার হু হু করে বাড়ছে। বাইরের আগুন এখন ঘরেও ঢুকে পড়ছে। সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না।’

সিলেট ও হাওর অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের। দুর্মূল্যের বাজারে সবজিও চলে যাচ্ছে নাগালের বাইরে। কারওয়ান বাজারে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও স্থানীয় বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।
আজ শুক্রবার দুপুরে কারওয়ান বাজার, খিলগাঁও বাজার ও ফকিরাপুল বাজার ঘুরে সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার থেকে স্থানীয় বাজারগুলোতে সবজিভেদে ১০ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কিছু সবজির ক্ষেত্রে এটি ২০ থেকে ২৫ টাকা। আরও দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে সবজিভেদে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে ২০ টাকা কেজি বিক্রি হওয়া ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকায়। স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে ৫০ টাকা। প্রতি কেজি ৩০ টাকার চিচিঙ্গা এই সপ্তাহে কারওয়ান বাজারে ৪০ টাকা এবং স্থানীয় বাজারে ৫০ টাকা। ঈদের পর ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দুই সপ্তাহ আগে পটলের দাম ছিল ২৫ টাকা কেজি। এখন এটি কারওয়ান বাজারে ৪০ টাকা এবং স্থানীয় বাজারে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
করলার দাম অপরিবর্তিত রয়েছে। দুই সপ্তাহ আগে কারওয়ান বাজারে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া করলা স্থানীয় বাজারগুলোতে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকা কেজি টমেটোর দাম কারওয়ান বাজারে এখন ৫০ টাকা হলেও স্থানীয় বাজারগুলোতে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। কিছুটা বেড়েছে লাউয়ের দামও। দুই সপ্তাহ আগে কারওয়ান বাজারে ৪০ টাকা পিস বিক্রি হওয়া লাউ এখন ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় বাজারগুলোতে লাউয়ের দাম প্রতি পিছ ৬০ থেকে ৭০ টাকা।
রমজানের পর বেগুনের দাম কমে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হলেও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে এখন বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। স্থানীয় বাজারে বেগুনের দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। দুই সপ্তাহ আগেও মাত্র ২০ টাকা কেজি শসা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা। মরিচের দাম অপরিবর্তিত রয়েছে। মরিচের কেজি কারওয়ান বাজারে ৭০ টাকা তবে স্থানীয় বাজারে মরিচ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপের দাম কিছুটা কমে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দুই সপ্তাহ আগে পেঁপের দাম ছিল ৮০ টাকা কেজি। তবে স্থানীয় বাজারে পেঁপে প্রতি কেজি ৬০ টাকা। গাজরের দাম কারওয়ান বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা। বাজারে ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে না। কারওয়ান বাজারে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া কাকড়ল স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ ছাড়াও কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, লতি ৪০ টাকায়।
সবজির দাম কেন এমন প্রশ্নে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রবিউল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট অঞ্চলে বন্যা হইছে, হাওরে পানি উঠে অনেক সবজি নষ্ট হইছে। এই কারণে সবজির দাম বাড়তি। পর্যাপ্ত সবজি কিনতে পারতেছি না। অন্য সময় দোকানে সবজি ভরা থাকে, এখন দেখেন কি অবস্থা, সবজি নাই বললেই চলে।’
আরেক ব্যবসায়ী মো. মনির হোসেন সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে পরিবহন ব্যয় কথা বলছেন। তিনি বলেন, ‘তেলের দাম বাড়ছে, আরও অন্যান্য সবকিছুর দাম বাড়ার কারণে সবজি পরিবহন ব্যয় বাড়ছে। গাড়ি ভাড়া প্রায় ডাবল হয়ে গেছে। পরিবহনের এরাও সিন্ডিকেট করে রাখে। কমে আনার কোন সুযোগ নাই।’
প্রতি সপ্তাহের শুক্রবারে কারওয়ান বাজারে সপ্তাহের বাজার করতে আসেন মগবাজার এলাকার বাসিন্দা রুহুল আমিন কুদ্দুস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাইরের সবজির ব্যয় বেড়ে গেছে। বাজারেও সবকিছুর দাম বাড়ছে। দুই সপ্তাহ আগেও সবজির দাম একটু কম ছিল। এখন আবার হু হু করে বাড়ছে। বাইরের আগুন এখন ঘরেও ঢুকে পড়ছে। সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে