Ajker Patrika

আড়াইহাজারে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আড়াইহাজারে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার হাইজদী ইউনিয়নের বিল্লাল হোসেনের ছেলে সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে কাউসার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় কাউসার আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘২০২০ সালের ১৭ মে উপজেলার সেন্দী এলাকায় জুয়া খেলা নিয়ে আসামিদের মধ্যে বিরোধ হয়। এর মধ্যে আশকর আলীর ছেলে মাহবুব (১৫) টাকা দিতে না পারায় আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে ধানখেতে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১৮ মে নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে আসামিরা শনাক্ত হলে ১৩ জন আসামির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত এই রায় দেন।

এ বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজনের বিষয়ে আড়াইহাজার থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত