নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন।
তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন।
তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে