Ajker Patrika

মৈনটে পদ্মা থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৬: ৩৬
মৈনটে পদ্মা থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে বুয়েটের শিক্ষার্থী তারিকুজ্জামান সানীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইনচার্জ আবদুল হাদি উদ্ধারের নেতৃত্ব দেন এবং ডুবুরি দলের নেতৃত্ব দেন এসআই আবুল খায়ের। মরদেহ চরমোহাম্মদপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৈনট ঘাটে অবস্থানরত ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সানী। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। 

নিখোঁজ তারিকুজ্জামান সানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। 

এসআই আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। আমরা প্রায় ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করেছি।’ 

স্থানীয়দের বরাত দিয়ে আবুল খায়ের জানান, সানি ও তাঁর ১৬ জন বন্ধু মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট ঘাটে ঘুরতে আসেন। পাড়ের একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তাঁরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত