দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে বুয়েটের শিক্ষার্থী তারিকুজ্জামান সানীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইনচার্জ আবদুল হাদি উদ্ধারের নেতৃত্ব দেন এবং ডুবুরি দলের নেতৃত্ব দেন এসআই আবুল খায়ের। মরদেহ চরমোহাম্মদপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৈনট ঘাটে অবস্থানরত ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সানী। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিখোঁজ তারিকুজ্জামান সানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।
এসআই আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। আমরা প্রায় ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করেছি।’
স্থানীয়দের বরাত দিয়ে আবুল খায়ের জানান, সানি ও তাঁর ১৬ জন বন্ধু মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট ঘাটে ঘুরতে আসেন। পাড়ের একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তাঁরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়।

ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট এলাকায় পদ্মা নদী থেকে বুয়েটের শিক্ষার্থী তারিকুজ্জামান সানীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইনচার্জ আবদুল হাদি উদ্ধারের নেতৃত্ব দেন এবং ডুবুরি দলের নেতৃত্ব দেন এসআই আবুল খায়ের। মরদেহ চরমোহাম্মদপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৈনট ঘাটে অবস্থানরত ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান সানী। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিখোঁজ তারিকুজ্জামান সানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।
এসআই আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। আমরা প্রায় ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করেছি।’
স্থানীয়দের বরাত দিয়ে আবুল খায়ের জানান, সানি ও তাঁর ১৬ জন বন্ধু মিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট ঘাটে ঘুরতে আসেন। পাড়ের একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তাঁরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
০১ জানুয়ারি ১৯৭০
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে