রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের এক কিশোরীকে (১৫) অপহরণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউসুফ শেখ (২৫) ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ চর মাধবদিয়া দিরাজতুল্লার ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে।
গত শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে ইউসুফকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। পুলিশ শুক্রবার রাতেই নিজ এলাকা থেকে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মা অভিযোগে জানান, ইউসুফ মাঝে মধ্যে তাঁর মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলত। মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইউসুফ ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। তাঁর মেয়ে গত সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে যায়। সেখান থেকে বিভিন্ন কৌশলে তাকে ইউসুফ মোটরসাইকেলে তুলে ফরিদপুর কোতোয়ালি থানার কামাডাঙ্গী এলাকার ইউসুফের মামা জনৈক রানার বাড়িতে নিয়ে যায়। তুলে নেওয়ার দুদিন পর গত বুধবার সকাল ৯টার দিকে তাঁর মেয়ে বাড়ি ফিরে আসে।
বাড়ি ফিরে কিশোরী পরিবারকে জানায়, ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে ইউসুফের এক মামা রানার বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়িতে ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে বিয়ে করবে না বলে অস্বীকার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, ‘এ বিষয়ে কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে গতকাল শনিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে